• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    'এবারও পাকিস্তানকে হারাবে ভারত'

    'এবারও পাকিস্তানকে হারাবে ভারত'    

    বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের রেকর্ডটা একেবারেই অনুজ্জ্বল। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে তিনবারের দেখায় ভারতকে দুবার হারিয়েছে তাঁরা। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলছেন,  বিশ্বকাপের মতো এবারো পাকিস্তানকে হারাবে কোহলির দল।  

     

    গাঙ্গুলি মনে করেন, পাকিস্তানের চেয়ে সবদিক দিয়েই এগিয়ে আছে ভারত, “আমার মনে হয় এবারো পাকিস্তানকে হারাবে ভারত। গত ১০ বছরে দুই দেশের ক্রিকেটে বিস্তর ফারাক তৈরি হয়েছে। এজন্যই আইসিসি ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে বেশি জয় পাছে ভারত। ২০০৫ সালের পর পাকিস্তান দল অনেকটাই দুর্বল হয়েছে। ভারতের ক্রিকেটারদের চেয়ে মানের দিক দিয়েও তারা একটু পিছিয়ে।  অন্যদিকে চাপের পরিস্থিতিতে ভারত নিজেদের স্নায়ুচাপ ধরে রাখে বলে তারাও একটু বেশি সুবিধা করতে পারছে।”

     


     

    এদিকে সাবেক পাকিস্তান অধিনায়ক ও বর্তমানে দলের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক কিন্তু জয়ের আশা ছাড়ছেন না, “হয়তো ভারতের বিপক্ষে আমাদের আগের রেকর্ড ভালো নয়। কিন্তু প্রতিটা দিনই নতুন! আশা করি ওই ম্যাচে পাকিস্তানের ক্রিকেটাররা নিজেদের সেরা খেলাটাই খেলবে। আমাদের দলে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটার দুটিই আছে। ভারতের বিপক্ষে ম্যাচ বলে নয়, সেমিতে ওঠার জন্যও ঐদিন জয় পাওয়া গুরুত্বপূর্ণ।”

    আগামী ৪ জুন এজবাস্টনে বি গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।