• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    'নিষ্প্রাণ' আন্তর্জাতিক ক্রিকেট চান না ওয়াটসন

    'নিষ্প্রাণ' আন্তর্জাতিক ক্রিকেট চান না ওয়াটসন    

    টি-টোয়েন্টি ক্রিকেটের ঘরোয়া টুর্নামেন্টগুলো ক্রমেই যেন দর্শকদের সব মনোযোগ কেড়ে নিচ্ছে। টেস্ট ক্রিকেট তো বটেই, আবেদন হারাতে শুরু করেছে একদিনের ক্রিকেটও। আর সেটার জন্য আন্তর্জাতিক ক্রিকেটের ক্যালেন্ডারই দায়ী বলে মনে করছেন শেন ওয়াটসন। তাঁর ভাষায় ‘অর্থহীন’ দ্বিপাক্ষিয় সিরিজগুলো খেলা বন্ধ না হলে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি পুরোপুরি আগ্রহ হারাবে দর্শকরা।

     

     

    অস্ট্রেলিয়া জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার মনে করেন দর্শকরা টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলো আগ্রহ নিয়ে দেখে কারণ এসব টুর্নামেন্টের একটা অর্থ আছে, “লোকে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো ভালোবাসে কারণ এসবের একটা কাঠামো আছে, একটা ফলাফল পাওয়া যায়- এখানে সেমিফাইনাল আছে, ফাইনাল আছে। অন্যদিকে আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজগুলোয় একটা ৫ ম্যাচের সিরিজে প্রথম ৩টা ম্যাচ এক দল জিতে গেলে বাকি দুই ম্যাচের আর কোনো আকর্ষণ থাকে না। খেলোয়াড়দের কাছেও এসব ম্যাচের কোনো মুল্য থাকে না। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফি বা বিশ্বকাপের মতো টুর্নামেন্টে আপনি হারলে বাদ পড়ে যাবেন, স্রেফ খেলার জন্য এখানে দুটো ম্যাচ আপনাকে বেশি খেলতে হবে না।”

     

    উদাহরণ হিসেবে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশকেই টানছেন ওয়াটসন, “বিগ ব্যাশ দেখতে যে বিপুল পরিমাণ লোক আসছে সেটাই প্রমাণ করে লোকে আসলে কী দেখতে চায়। এইসবই আসলে আসলে অর্থবহ খেলা।, অর্থবহ টুর্নামেন্ট। শুধু খেলার জন্য খেলতে হবে এমন একটা সিরিজ না। এই ধরণের অর্থহীন সিরিজগুলো দ্রুত বন্ধ না হলে আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি মানুষের আর একদমই আগ্রহ থাকবে না।”