• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    'টি-টোয়েন্টি খেলে ওয়ানডেতে ভালো করা কঠিন হবে বোলারদের জন্য'

    'টি-টোয়েন্টি খেলে ওয়ানডেতে ভালো করা কঠিন হবে বোলারদের জন্য'    

    আইপিএল শেষ হওয়ার সপ্তাহখানেই পরই মাঠে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফি। আন্তর্জাতিক তারকা ক্রিকেটারদের একটা বড় অংশই খেলছেন আইপিএলে। সে হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির আগে খেলোয়াড়দের প্রস্তুতিটা যথেষ্টই হয়ে যাবে বলে অনেকে মনে করতে পারেন। কিন্তু শেন বন্ড মনে করছেন উল্টোটাই। টি -টোয়েন্টি আর ওয়ানডে ক্রিকেটের মধ্যে মৌলিক কিছু পার্থক্য থাকায় এটা বরং কিছু ক্ষেত্রে ক্রিকেটারদের অসুবিধার কারণ দাঁড়াতে পারে বলেই মন্তব্য নিউজিল্যান্ডের সাবেক এই পেসারের।

     

    শেন বন্ড মনে করছেন একটি টি-টোয়েন্টি লিগ শেষ করেই এত বড় একটা ওয়ানডে টুর্নামেন্ট খেলতে গিয়ে সমস্যায় পড়বেন মূলত বোলাররা, “আইপিএলের আঁটসাঁট সূচি, উত্তাপ আর অনেক বেশি ভ্রমণের কারণে বোলাররা এখানে নেটে বল করার সুযোগ খুব বেশি পান না। চ্যাম্পিয়নস ট্রফিতে গিয়ে এসব বোলারদের প্রায় প্রত্যেকেই একেক ম্যাচে ১০ ওভার করে বল করতে হবে। হুট করে চাপ বেড়ে গেলে সেটা সামলানোটা অনেকের জন্যই কঠিন হয়ে যাবে।”

     

    ব্যাটসম্যানদের জন্য দুই ফরম্যাটেই মূল কাজটা মূলত দ্রুত রান তোলা হলেও ব্যাটিং অর্ডার নিয়ে সমস্যা তৈরি হতে পারে বলে আশংকা আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসের বোলিং কোচ বন্ডের, “অনেক ব্যাটসম্যানের জন্যই ব্যাটিং পজিশনে রদবদলটা বিপত্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। যেমন রোহিত শর্মা, অ্যারণ ফিঞ্চরা আইপিএলে মিডল অর্ডারে ব্যাট করছে। চ্যাম্পিয়নস ট্রফিতে গিয়ে তাঁদেরকে নতুন বলে খেলার চ্যানেঞ্জ সামলাতে হবে ইংল্যান্ডের মতো কন্ডিশনে।”