• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    মুস্তাফিজকেই বাংলাদেশ দলের 'এক্স-ফ্যাক্টর' মানছেন হাসি

    মুস্তাফিজকেই বাংলাদেশ দলের 'এক্স-ফ্যাক্টর' মানছেন হাসি    


    ইনজুরি কাটিয়ে ত্রিদেশীয় সিরিজে দলে ফিরেছেন। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের বোলিংয়ের অন্যতম ভরসা মুস্তাফিজুর রহমান। সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মাইক হাসি বলছেন, এই মুস্তাফিজই চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ‘এক্স-ফ্যাক্টর’ হয়ে উঠবেন।


    প্রথমে ওয়ানডেতে বৃষ্টির কারণে বোলিংয়ের সুযোগ পাননি মুস্তাফিজ। হাসি মনে করেন, ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারলে বাংলাদেশের জন্য দারুণ ব্যাপার হবে। এগারো জনের দলে ‘ফিজ’ হয়ে উঠবেন ‘এক্স-ফ্যাক্টর’, এমনটাই মনে করেন হাসি।

     

    মুস্তাফিজ ছাড়াও সাকিব, তামিমের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা হাসির। বাংলাদেশের বেশ কয়েকজন ভালো ক্রিকেটার আছে বলেই জানিয়েছেন তিনি। উপমহাদেশে গত কয়েক বছরে দারুণ পারফর্ম করা বাংলাদেশ ইংলিশ কন্ডিশনে কেমন খেলে এটাই দেখার অপেক্ষায় আছেন হাসি। ইংল্যান্ডের কন্ডিশনে খেলাটা যে খুব সহজ হবে না, এমনটাই মানছেন তিনি।