'আইপিএলের চেয়ে ইংল্যান্ডেই স্টোকসের প্রয়োজন বেশি'
এই আসরে প্রায় ১৫ কোটি রুপিতে তাঁকে দলে ভিড়িয়েছিল রাইজিং পুনে সুপারজায়ান্ট। বেন স্টোকসের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সেই এবারের আইপিএলে দারুণ খেলেছে পুনে। তবে কোয়ালিফায়ারের আগেই জাতীয় দলের সাথে যোগ দেওয়ার জন্য ফিরতে হয়েছে স্টোকসকে। সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসাইন বলছেন, স্টোকসকে ফিরিয়ে নিয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
পুনের হয়ে ১২ ম্যাচে রান করেছেন ৩১২, উইকেট নিয়েছে ১২টি। অনেকেই বলছেন, ফাইনাল খেলার পর স্টোকসকে ফিরতে বলা উচিত ছিল। নাসেরের মতে, পুনের চেয়ে ইংল্যান্ডের প্রতি স্টোকসের দায়িত্বটা বেশি, “আইপিএলে স্টোকসকে এত দামে কেনা হয়েছিল ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত পারফর্মের কারণেই। চ্যাম্পিয়নস ট্রফির মত গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে তাঁকে দলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটাকে অগ্রাহ্য করার কোনো সুযোগই নেই। ইংল্যান্ডের পুরো হক আছে নিজের ক্রিকেটারদের ফিরিয়ে আনার।”
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য ইংলিশদের অনুশীলনে স্টোকসের উপস্থিতি জরুরী বলেই মানছেন নাসের, “চাইলে স্টোকসকে আইপিএলের ফাইনাল ম্যাচ খেলতে পাঠিয়ে দিতে পারেন। কিন্তু একটা ম্যাচের জন্য ইংল্যান্ডের প্রস্তুতি নষ্ট করা খুব বুদ্ধিমানের কাজ হবে না।”
অনুশীলনের জন্য বর্তমানে স্পেনে অবস্থান করছে ইংল্যান্ড দল। চ্যাম্পিয়নস ট্রফির আগে দক্ষিণ আফ্রিকার সাথে ৩ ম্যাচের সিরিজ খেলবে মরগানরা।