ব্রাভো, গেইলরা ফিরছেন ওয়ানডেতে?
‘ওয়ানডে দলে সুযোগ পেতে হলে খেলতে হবে ঘরোয়া লিগে’, দল নির্বাচনের এই নীতিই মেনে চলছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এই নীতি মানতে গিয়ে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে দলের বাইরে রাখতে হচ্ছে। সেই প্রভাব দলের পারফরম্যান্সের ওপরেও পড়ছে। এবার দেশটির নির্বাচক কমিটির প্রধান কোর্টনি ব্রাউন জানিয়েছেন, বদলে যেতে পারে এই বিতর্কিত নীতি।
দল নির্বাচনের ওই নীতির জন্য ক্যারিবিয় ওয়ানডে দলে সুযোগ পাচ্ছেন না ডোয়াইন ব্রাভো, ক্রিস গেইল, কাইরন পোলার্ড, সুনিল নারাইন, অ্যান্ড্রু রাসেলের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে সিরিজে তাঁদের ছাড়াই মাঠে নেমে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলতে পারার সুযোগটা ধীরে ধীরে আরও কঠিনই হয়ে যাচ্ছে তাঁদের জন্য।
কোর্টনি ব্রাউন তাই এই নীতি বদলানোর ইঙ্গিত দিয়েছেন, “ দলে সুযোগ পাওয়ার যোগ্যতা নিয়ে করা ওই নীতির সংশোধনের ব্যাপারে পরিচালনা কমিটির ভেতর আলোচনা চলছে। এরপর সেটাকে বোর্ডের কাছে পাঠানো হবে।”
তবে ঘরোয়া লিগের পারফরম্যান্সকেও গুরুত্বের সাথেই দেখছেন ব্রাউন, “আমাদের বুঝতে হবে ঘরোয়া ক্রিকেটও গুরুত্বপূর্ণ। এখান থেকে উঠে আসা তরুণরা প্রমাণ করছে তাঁরা আন্তর্জাতিক পর্যায়ে খেলার যোগ্য। ওই নীতি সংশোধনের পাশাপাশি আমাদের এটাও মনে রাখতে হবে, ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়নের কোনোই বিকল্প নেই। তবে এটা রাতারাতি হবে না। ”