শ্রীলঙ্কাকে হারিয়ে দিল স্কটল্যান্ড
চ্যাম্পিয়নস ট্রফির আগে প্রস্তুতি ম্যাচ। বেকেনহামের কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে স্কটল্যান্ডের সঙ্গে নিজেদের ঝালিয়ে নেয়ার ম্যাচ শ্রীলঙ্কার। নিজেদের ঝালিয়ে নেয়ার বদলে উল্টো স্কটিশদের কাছে ঝাঁকি খেলো লঙ্কানরা! প্রথম ম্যাচটা যে স্কটল্যান্ড জিতেছে ৭ উইকেটে।
প্রথমে ব্যাট করে ১ বল বাকি থাকতে ২৮৭ রানে অল-আউট হয়ে যায় শ্রীলঙ্কা। দীনেশ চান্ডিমাল করেছেন ১০৫ বলে ৭৯, আর চামারা কাপুগেদেরা খেলেছেন ৫০ বলে ৭১ রানের ঝড়ো ইনিংস। ৩টি করে উইকেট নিয়েছিলেন পেসার অ্যালেসডেয়ার এভান্স ও স্টুয়ার্ট হুইটিংগাম।
জবাবে স্কটল্যান্ডের দুই ওপেনারই করেছেন সেঞ্চুরি। কাইল কোয়েটজার ও ম্যাথু ক্রসের জোড়া সেঞ্চুরিতে ৭ ওভার বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে গেছে স্কটল্যান্ড।
অবশ্য এটি নিতান্তই প্রীতি ম্যাচ, নেই আইসিসির স্বীকৃতিও।
তাতে কি আর স্কটিশদের উল্লাস কমে!
তথ্যসূত্রঃ আইসিসি, ক্রিকেট স্কটল্যান্ড