• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    'অস্ট্রেলিয়া দলে সুযোগ পাওয়া কঠিন হবে'

    'অস্ট্রেলিয়া দলে সুযোগ পাওয়া কঠিন হবে'    

    চ্যাম্পিয়নস ট্রফির জন্য ঘোষিত দলে আছে চারজন পেসার। প্রথম একাদশে এই চারজনের কাউকে না কাউকে হয়তো বসে থাকতে হবে। অজি পেসার জস হ্যাজলউড বলছেন, দলে জায়গা করে নেওয়াটা তাঁর জন্য একেবারেই সহজ হবে না।

    মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জেমস প্যাটিনসনের সাথে টেক্কা দিয়ে দলে প্রবেশ করা কঠিন হবে বলেই মানছেন হ্যাজলউড, “স্টার্ক ও আমি গত দুই-তিন বছর ধরে একসাথে খেলছি। খুব একটা খারাপ পারফর্ম করেছি এমনটা বলতে পারবেন না! কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে আমাদের সাথে আরও দুজন ফাস্ট বোলার আছে। তাঁরাও দারুণ খেলছে।  ঘরোয়া টুর্নামেন্টে একে অন্যের বিপক্ষে খেলেছি। এখন একসাথে খেলতে পারবো ভেবে ভালোই লাগছে। প্রথম ম্যাচের আগে দল ঠিক করতে নির্বাচকদের দ্বিধার মাঝেই পড়তে হবে। আমি নিজেও মনে করি, বরাবরের মতো অস্ট্রেলিয়ান দলে সুযোগ পাওয়া সবার জন্যই কঠিন হবে।”

    গতদিন মার্কাস স্টোয়নিস বলেছিলেন, বোর্ডের সাথে চুক্তি সংক্রান্ত জটিলতা তাঁদের খেলায় প্রভাব ফেলবে না। হ্যাজলউডও তাঁর সাথেই সুর মেলালেন, “আমার কাছে খেলাটাই আসল। এখন আপাতত চ্যাম্পিয়নস ট্রফিতেই সব মনোযোগ দিতে চাই। যখন সময় আসবে তখন ওসব নিয়ে ভাবা যাবে! আর ক্রিকেটারস অ্যাসোসিয়েশনের ওপর আমার পূর্ণ আস্থা আছে। তাঁরা ক্রিকেটের জন্য ভালো হয় এমন কিছুই করবেন।”