চ্যাম্পিয়নস ট্রফির নিরাপত্তা নিয়ে নতুনভাবে ভাবছে আইসিসি
কদিন বাদেই সেখানে বসবে চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসর। গতকাল রাতে সেই ইংল্যান্ডেই আত্মঘাতী বোমা হামলায় ২২ জন নিহত হয়েছে। ম্যানচেস্টার শহরে এই হামলার পর চ্যাম্পিয়নস ট্রফির নিরাপত্তা নিয়ে খানিকটা নড়েচড়ে বসেছে আইসিসি। টুর্নামেন্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুনভাবে ভাবছে তাঁরা।
১ জুন থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির সময় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, “ম্যানচেস্টারে নিহত সবার প্রতি সববেদনা জানাচ্ছি। আইসিসি এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি ও প্রমীলা বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে সবসময়ই ভাবছে। আমরা টুর্নামেন্টের নিরাপত্তা কর্মকর্তাদের সাথে আলোচনা করে আরও বেশি নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করব। আগামী দিনগুলোতে যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
সবাইকে নিরাপদ রাখাই আইসিসির প্রধান লক্ষ্য বলেই জানানো হয়, “বর্তমান পরিস্থিতি কারো অজানা নয়। চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিতে এসব ব্যাপার মাথায় রাখা হচ্ছে। আমরা এখানে খেলতে আসা সবাইকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্যই কাজ করে যাচ্ছি।”