• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    ক্রিকেটেই সব ভুলতে চান মরগান-ডি ভিলিয়ার্সরা

    ক্রিকেটেই সব ভুলতে চান মরগান-ডি ভিলিয়ার্সরা    

    ম্যানচেস্টারের ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকেই। এই অবস্থাতেই কাল প্রথম ওয়ানডে খেলতে নামবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা, লিডসের হেডিংলিতে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাই চিন্তা আসবে, সব ভুলে খেলতে হবে ক্রিকেটও। তবে সবার আগে ভুক্তভোগিদের প্রতি সমবেদনা জানাচ্ছেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক অইন মরগান, ‘ গত রাতে ম্যানচেস্টারে ভুক্তভোগীদের প্রতি ইংল্যান্ড ক্রিকেট দলের পক্ষ থেকে আমি সমবেদনা ও প্রার্থনা জানাতে চাই। এটা খুবই দুঃখজনক ঘটনা। নিজেদের ঘরের কাছে এমন একটা ঘটনা ঘটতে পারে, এটা ভাবাটাও খুবই অস্বস্তিকর। যারা ভুক্তোভোগী এবং যারা এখন সাহায্য করছেন, ভবিষ্যতেও করবেন, তাদের প্রতি সমবেদনা।’

     

    এসব ঘটনা ক্রিকেটারদেরকেও নাড়া দিয়ে যায় প্রবলভাবে, তবে সব ভুলে নামতে হয় ক্রিকেট খেলতেই! কাজটা কঠিন বলেই মানেন মরগান, ‘আমি যেটা জানি না, আপনারা সেটা জানেন। খেলোয়াড়ি দৃষ্টিকোণ থেকে বলতে গেলে, কোনো ট্র্যাজেডি যদি ব্যক্তিগত জীবনে ঘটে, এটা আপনাকে জোরালোভাবে আঘাত করে। তখন ক্রিকেট আসলে মাথায় থাকে না। কিন্তু এটা আমাদের জন্য সুবিধা, আমরা ক্রিকেট জীবনের খুব ছোট একটা অংশে খেলি। কিন্তু সবকিছুর পরে অনেক বড় কিছু আছে, যা গুরুত্বপূর্ণ। আশা করি আমরা কাল ভাল একটা পারফরম্যান্স দেখাতে পারব, যাতে মানুষের মুখে হাসি ফোটে।’

     

     

     

    আর দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স খেলতে চান ‘সাহসী’ ক্রিকেট, ‘এটা খুবই দুঃখজনক, আজ সকালে আমরা এটা নিয়েই কথা বলেছি। এটা অবশ্যই আমাদের মনে আছে। তবে আমরা আমাদের কাজের দিকেই নজর দেয়ার চেষ্টা করছি। আমরা  এখানে গর্বিত এক জাতির প্রতিনিধিত্ব করছি। কাল সাহসী ক্রিকেট খেলবো আমরা। যা হয়েছে, সেটা ভুলে থাকার চেষ্টা করবো।’

     

    উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। তবে মরগান জানিয়েছেন, কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে তাদের, ‘নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা আত্মবিশ্বাসী। কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, সবকিছু প্রকাশ্যে বলা যাবে না। তবে তারা আমাদের পুনরায় আশ্বস্ত করেছেন।’

     

    এই অবস্থায় কিছু ক্রিকেটার অস্বস্তিতে থাকলেও নিরাপত্তা ব্যবস্থায় আস্থা রাখছেন দক্ষিণ আফ্রিকার ম্যানেজার ডক্টর মোহাম্মদ মুসাজি, ‘ম্যানচেস্টারে যা ঘটেছে, এটা খুবই দুঃখজনক। সব ভুক্তভোগীর প্রতি সমবেদনা। কিছু ক্রিকেটার অস্বস্তিতে আছে অবশ্যই। আমরা ইসিবির সাথে ধারাবাহিকভাবে কথা বলেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন। টিম হোটেল, অনুশীলনের জায়গা সবকিছুর নিরাপত্তা নিয়ে। যে পদ্ধতি অবলম্বন করা হচ্ছে, আমাদের অবশ্যই সেটার প্রতি আস্থা রাখতে হবে।’