• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    কোচের 'আপত্তিতেই' আকমলের দ্বিতীয় পরীক্ষা

    কোচের 'আপত্তিতেই' আকমলের দ্বিতীয় পরীক্ষা    

    চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি নিতে দলের সাথে ইংল্যান্ডেই ছিলেন। কিন্তু ‘মুটিয়ে’ যাওয়ার কারণে দেশে ফেরত পাঠানো হচ্ছে পাকিস্তান ব্যাটসম্যান উমর আকমলকে। তাঁর দল থেকে বাদ পড়া নিয়ে খানিকটা দ্বন্দ্ব দেখা দিয়েছে প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক ও কোচ মিকি আর্থারের মাঝে। জানা গেছে, আর্থারের নির্দেশেই দ্বিতীয়বার ফিটনেসের পরীক্ষা  দিয়েছিলেন আকমল। 

    পাকিস্তান পত্রিকা ‘ডন’ জানায়, রাওয়ালপিন্ডিতে পাকিস্তান কাপ চলার সময় প্রথম ফিটনেসের পরীক্ষা দেন আকমল। জাতীয় ক্রিকেট একাডেমীর ডাক্তার সাবুর ও ইনজামামের উপস্থিতিতেই ওই পরীক্ষা সম্পন্ন হয়। সেই পরীক্ষায় উতরে গিয়ে চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ পান আকমল, দলের সাথে যান ইংল্যান্ডেও।

    কিন্তু আর্থারের নাকি ওই পরীক্ষা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। এজন্যই আকমলের জন্য ইংল্যান্ডে আবারো ফিটনেস পরীক্ষার আয়োজন করতে বলেন তিনি। পাকিস্তান দলের ট্রেইনার গ্রান্ট লুডেনের তত্ত্বাবধানে আরেকবার পরীক্ষা দেন আকমল। এবার আর উতরাতে পারেননি। তাঁর জায়গায় দলে সুযোগ পেয়েছেন হারিস সোহেল।