• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    'ধোনি সুবিধা পেলে আমি পাব না কেন?'

    'ধোনি সুবিধা পেলে আমি পাব না কেন?'    

    বয়সের ব্যবধান খুব বেশি নয়। ক্যারিয়ারের দিক দিয়ে অবশ্য মহেন্দ্র সিং ধোনির চেয়ে বেশ সিনিয়র হরভজন সিং। তবে একটা জায়গায় ধোনির প্রতি যে তাঁর একটু ঈর্ষা আছে, সেটা গোপন করেননি। এতোদিন দলে খেলার পরও কেন ধোনির মতো স্বীকৃতি পাচ্ছেন না, সরাসরিই অভিযোগটা তুলেছেন হরভজন। 

     


    অধিনায়কত্ব ছেড়ে দিলেও এখনো ওয়ানডেতে খেলে যাচ্ছেন ধোনি। চ্যাম্পিয়নস ট্রফিতেও উইকেটের পেছনে তিনিই থাকবেন। ওদিকে হরভজন সর্বশেষ ওয়ানডে খেলেছেন দুই বছর আগে। ভারতের সর্বকালের অন্যতম সেরা এই অফ স্পিনারের ক্ষোভ, তাঁর আরও বেশি সুযোগ পাওনা ছিল, 'অবশ্যই এটা ঠিক ধোনি ফর্মে থাকুক আর না থাকুক, তার ব্যাটিং দলের জন্য একটা বড় প্রাপ্তি। এখন তো আমরা দেখতেই পাচ্ছি, সে আর আগের মতো মারতে পারছে না।  কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে আমাকে সেরকম কোনো সুবিধা দেওয়া হচ্ছে না। আমিও দলের হয়ে ১৯ বছর খেলেছি, অনেক ম্যাচ জিতেছি-হেরেছি। বিশ্বকাপও জিতেছি। এই সুবিধাটা কয়েকজনের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কয়েকজনের ক্ষেত্রে হবে না, ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না।


    কিন্তু হরভজন কি আসলেই ভারতের হয়ে আবার খেলার স্বপ্ন দেখেন? ভাজ্জি বলটা নির্বাচকদের কোর্টেই ছেড়ে দিলেন, 'এই প্রশ্নটা তো নির্বাচকদের করা উচিত। আমি নিজের গুণ গাইতে চাই না। কিন্তু যারা এখন খেলছে তাদের চেয়ে যে খুব পিছিয়ে আছি সেটা বলা যাবে কি না জানি না। দেশের হয়ে আমিও যত বেশি সম্ভব খেলতে চাই।'