• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    ভারত-পাকিস্তান নিয়ে প্রশ্ন শুনে খেপে গেলেন কোহলি

    ভারত-পাকিস্তান নিয়ে প্রশ্ন শুনে খেপে গেলেন কোহলি    

    ভারতের সীমিত ওভারের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন, খুব বেশিদিন হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফি তাই বিরাট কোহলির জন্য প্রথম বড় পরীক্ষা। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক ছিলেন বেশ রোমাঞ্চিত। তবে এর মধ্যেই একটা প্রশ্ন শুনে মেজাজ বিগড়ে গেছে, এক সাংবাদিকের সাথে হয়ে গেছে হালকা কথা কাটাকাটিও। 


    চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার ভারতের সঙ্গে একই গ্রুপে পড়েছে পাকিস্তান। ৪ জুন এজবাস্টনে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে এই ম্যাচ নিয়ে কম শোরগোল হয়নি। দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ অনেক দিন ধরে ঝুলে থাকায় প্রশ্ন উঠেছিল এই ম্যাচ নিয়েও। কোহলির সংবাদ সম্মেলনে যখন চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের সম্ভাবনা বা কোহলির লক্ষ্য এসব নিয়ে কথা হচ্ছিল, এক সাংবাদিক প্রশ্ন করলেন, 'এই পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলা কি খুব সুবিবেচক কাজ হবে?'


    প্রশ্নটা শুনেই হালকা চটে যান কোহলি। পাল্টা প্রশ্ন করেন, 'আপনি এই ব্যাপারে কী মনে করেন?' সেই সাংবাদিক আবার পাল্টা জানতে চান, 'আমি তো আপনার কাছে জানতে চেয়েছি।' কোহলি এরপর বলেন, 'আমি তো নিজেই একটা মতামত দিয়ে বসে আছেন। আমি কী মনে করি তাতে আর এখন কিছু যায় আসে না। ' পরে অবশ্য এ নিয়ে আর কথা বাড়াননি। ব্যাপারটাও ওখানেই চুকেবুকে গেছে।