• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    'ছোট' এজবাস্টনে তামিমদের 'বড়' প্রস্তুতি

    'ছোট' এজবাস্টনে তামিমদের 'বড়' প্রস্তুতি    

    স্কোর

    বাংলাদেশ ৩৪১/৯, ৫০ ওভারে (তামিম ১০২, ইমরুল ৬১, মুশফিক ৪৬, মাহমুদউল্লাহ ২৯, মোসাদ্দেক ২৬, সাকিব ২৩; জুনাইদ ৪/৭৩)


    সরাসরি সম্প্রচার নেই কোথাও। প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে ফেসবুক বা ইউটিউবের লাইভই তাই ভরসা। সেই ঘোলা স্ক্রিনেই এজবাস্টনের আজকের মাঠে দিকে তাকিয়ে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। মাঠের একদিকের বাউন্ডারি একেবারেই ছোট, সব মিলে ৩৫ গজ হবে কি না সন্দেহ! প্রস্তুতি ম্যাচের উইকেট একটু একপাশেই হবে, কিন্তু এতো ছোট মাঠ নিয়ে বাংলাদেশ অধিনায়ক-কোচও অসন্তুষ্টি জানিয়ে গেছেন। তবে প্রথমে ব্যাট করে সেই ছোট মাঠে অনুশীলনটা খারাপ হয়নি বাংলাদেশের, পাকিস্তানের বিপক্ষে ৫০ ওভারে তুলেছে ৩৪১।

     

    সেই প্রস্তুতিটা সবচেয়ে ভালোভাবে সেরেছেন তামিম ইকবাল। নিউজিল্যান্ডের সঙ্গে আগের ম্যাচেই করেছিলেন ৬৫ রান। আজও সেখান থেকেই শুরু করলেন। শুরুতে সৌম্যের চেয়ে একটু রান তোলায় পিছিয়ে থাকলেও পরে সেটা পুষিয়ে দিয়েছেন দারুণভাবে। ২৭ রানে সৌম্য(১৯) ফিরে যাওয়ার পর ইমরুল কায়েসের সঙ্গে গড়েছেন ১৩৮ রানের জুটি। ৮৮ বলে সেঞ্চুরি পেয়ে গেছেন তামিম। ছোট মাঠের সুবিধা সবচেয়ে ভালোভাবেই নিয়েছেন, নয় চারের পাশাপাশি মেরেছেন চার ছয়। শেষ পর্যন্ত করেছেন ৯৩ বলে ১০২। তার আগেই অবশ্য ৬২ বলে ৬১ রান করে আউট হয়ে গেছেন ইমরুল কায়েস।

     

    মুশফিক নেমেও শুরু থেকে মেরে খেলেছেন, ৩৫ বলে ৪৬ রানের ইনিংসে ছিল তিনটি ছয়। সাকিব, মাহমুদউল্লাহ সবাই কমবেশি ব্যাটিং অনুশীলনটা করে নিয়েছেন। ২৪ বলে ২৯ রান করে আউট হয়ে গেছেন মাহমুদউল্লাহ, সাকিব করেছেন ২৭ বলে ২৩। শেষ দিকে ১৫ বলে ২৬ রানের একটা ঝড়ো ইনিংস খেলেছেন মোসাদ্দেক হোসেন। তবে শেষ দিকে দ্রুত কিছু উইকেট হারানোয় বাংলাদেশের রান আরও বেশি হয়নি। সবচেয়ে বেশি ঝড় জুনাইদ খানের ওপর দিয়ে গেলেও ৪ উইকেট নিয়ে তিনিই ছিলেন বাংলাদেশের সফলতম বোলার।