• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    জেতা ম্যাচ হেরেই প্রস্তুতি সারলেন মাশরাফিরা

    জেতা ম্যাচ হেরেই প্রস্তুতি সারলেন মাশরাফিরা    


    বাংলাদেশ ৩৪১/৯, ৫০ ওভারে (তামিম ১০২, ইমরুল ৬১, মুশফিক ৪৬, মাহমুদউল্লাহ ২৯, মোসাদ্দেক ২৬, সাকিব ২৩; জুনাইদ ৪/৭৩)
    পাকিস্তান ৩৪২/৮ , ৪৯.৩ ওভার (মালিক ৭২, ফাহিম ৬৪*; মিরাজ ২/৩০)
    ফলঃ পাকিস্তান ২ উইকেটে জয়ী 


    জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ১৩ রান। বোলিংয়ে এলেন মাশরাফি বিন মুর্তজা। প্রথম বলেই ছয় মারলেন ফাহিম আশরাফ, পরের বলে নিলেন তিন। তৃতীয় বলে হাসান আলী চার মেরেই পাকিস্তানকে এনে দিলেন দুই উইকেটের রুদ্ধশ্বাস একটা জয়। হাতের মুঠোয় চলে আসা ম্যাচটা হেরে গেল বাংলাদেশ। 


    প্রস্তুতি ম্যাচে জয় পরাজয় এমন কোনো ব্যাপার নয়। তবে এজবাস্টনে পাকিস্তানের সঙ্গে ম্যাচটা নিয়ে মাশরাফি বিন মুর্তজার একটু খচখচানি থাকতেই পারে। এই ম্যাচ তো একটা সময় বাংলাদেশের হেরে যাওয়াটাই ছিল অলৌকিক ব্যাপার। ২৪৯ রানে যখন ৮ উইকেট হারায় পাকিস্তান, জয়ের জন্য দরকার আরও ৯২ রান। হাতে উইকেট মাত্র দুইটি, মাত্র ৭ ওভারের কিছু বেশি বাকি। সেখান থেকেই ম্যাচটা ঘুরিয়ে নিলেন হাসান আলী ও ফাহিম আশরাফ। দুজন মিলে মাত্র ৬.৫ ওভারে ৯৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে এনে দিলেন জয়। 


    মোটামুটি নিয়মিত একাদশের বাইরে থাকা সব বোলারকেই আজ বাজিয়ে দেখেছিলেন মাশরাফি। তাসকিন ও শফিউল বল করেছেন, বিশ্রামে ছিলেন রুবেল-মুস্তাফিজ। শুরুতেই আজহার আলীকে আউট করে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছিলেন তাসকিন। বাবর আজমকেও মাশরাফি ফিরিয়ে দেন দ্রুত। এরপর ঝড় শুরু করেছিলেন শেহজাদ, কিন্তু ৪০ বলে ৪৪ রান করেই আউট হয়ে যান। তবে হাফিজকে নিয়ে পাকিস্তানকে পথে রেখেছিলেন শোয়েব মালিক। কিন্তু পাকিস্তানের ২২৭ রানের মাথায় ৭২ রান করে ফিরে যান মালিকও। পর পর দুই ওভারে মালিক ও ইমাদ ওয়াসিমকে ফিরিয়ে দেন মিরাজ। ওদিকে শাদাব খান রান আউট হয়ে গেলে বাংলাদেশের জয়টাই মনে হচ্ছিল সম্ভাব্য ফল।


    কিন্তু নাটকের তখন মাত্র শুরু। ফাহিম ও হাসান আলী মিলে শুরু করলেন ঝড়। সবচেয়ে বেশি তোপ গেছে তাসকিনের ওপর, তাঁর ৯ ওভার থেকেই এসেছে ৮০ রান। তবে শেষ ওভারে দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক, কিন্তু দলকে জেতাতে পারেননি। ৩০ বলে ৬৪ রান করে অপরাজিত ছিলেন ফাহিম, হাসান ছিলেন ১৫ বলে ২৭ রান করে।  বাংলাদেশও চাইবে, প্রস্তুতি ম্যাচের অস্বস্তিটা ভারতের সঙ্গে পরের ম্যাচেই কাটিয়ে উঠতে।