বল টেম্পারিংয়ের অভিযোগে 'হতাশ' ডি ভিলিয়ার্স
গত নভেম্বরেই টেস্ট দলের অধিনায়ক ফাফ ডু প্লেসির ‘ললিগেট কাণ্ড’ নিয়ে সরগরম ছিল ক্রিকেট বিশ্ব। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আবারো বল টেম্পারিংয়ের অভিযোগ এসেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আম্পায়ারদের তোলা এই অভিযোগে খানিকটা 'হতাশ' প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
সাউদাম্পটনে দ্বিতীয় ওয়ানডের ৩৩ তম ওভারের পর আম্পায়ার ক্রিস গ্যাফেনি ও রব বেইলি বল পরিবর্তনের সিদ্ধান্ত নেন। ডি ভিলিয়ার্সকে জানানো হয়, বলের আকৃতি পরিবর্তিত হয়েছে। সন্দেহের তীরতা যে তাঁদের দিকেই ছিল এটা বুঝতে পারেন আফ্রিকান অধিনায়ক। এ নিয়ে আম্পায়ার ও এবির মাঝে খানিকটা কথা কাটাকাটিও হয়েছে। শেষ পর্যন্ত অবশ্য বল পরিবর্তন করেননি আম্পায়ার।
এরকম অভিযোগ আসায় খুব একটা খুশি হতে পারেননি এবি, “আম্পায়াররা জানিয়েছিল বলের আকৃতি পরিবর্তন হয়েছে। পুরো ব্যাপারটা নিয়ে আমি খানিকটা হতাশ। আমি তাঁদের জানিয়েছিলাম বলের ওই পরিবর্তনে আমাদের হাত নেই। পরে অবশ্য ব্যাপারটা মিটমাট হয়েছে। আমাদের জরিমানা বা ওরকম কিছুও আর করা হয়নি। সবকিছু মিলিয়ে দিনটা আমাদের ছিল না।”
কিন্তু হঠাৎ এমন অভিযোগ এলো কেন? ডি ভিলিয়ার্সের ব্যাখ্যা, "অনেক সময় কিছু কিছু বল বেশ বাজে পড়ে যায়, সেলাই খুলে চলে আসে। আজও তেমন ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আম্পায়াররা অন্য কিছু ভেবেছিলেন।"