'ভুল শুধরে ইতিবাচক থাকাই আমাদের লক্ষ্য'
প্রস্তুতি ম্যাচে হাতের নাগাল থেকে ফসকে গেছে জয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় সংগ্রহ তুলেও শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি শ্রীলংকা। লংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস বলছেন, চ্যাম্পিয়নস ট্রফির সময় ওই ম্যাচের ভুলগুলো শুধরে নেওয়াই তাঁর লক্ষ্য।
পরশু ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩১৮ রান তোলে শ্রীলংকা। জবাবে অ্যারন ফিঞ্চের সেঞ্চুরি ও ট্রাভিস হেডের দুর্দান্ত এক ইনিংসে জয় পায় অজিরা। ম্যাথুস বলছেন, ফিল্ডিংয়ে খানিকটা খারাপ করলেও দলের বোলাররা ভালো পারফর্ম করেছেন, “ প্রথম দিকে ব্যাট করা খানিকটা কঠিন মনে হলেও পড়ে গিয়ে উইকেট ব্যাটিং সহায়ক হয়েছে। এরকম উইকেটে আমাদের বোলারদের জন্য পরীক্ষা অপেক্ষা করছিল। সব মিলিয়ে তাঁরা ভালো বোলিং করেছে। যদিও ফিল্ডিংয়ে আরও উন্নতির সুযোগ রয়েছে। আমাদের ব্যাটিংটা মন্দ হয়নি, কাপুগেদারা ও গুনারত্নে আমার সাথে ভালোই জুটি বেধেছিল।”
ম্যাথুস মনে করেন, চ্যাম্পিয়নস ট্রফিতে সামান্য পা হড়কালেই ঘুরে দাঁড়ানো কঠিন হবে, “ যারা এই টুর্নামেন্টে তুলনামূলক কম ভুল করবে, তাঁরাই চ্যাম্পিয়ন হবে। আমরাও ঠিক এটাই করার চেষ্টা করব। কম ভুল করা এবং ইতিবাচক থাকাই আমাদের লক্ষ্য।”