জুনাইদের বল খেলতে পারেন না কোহলি!
ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই অন্যরকম উত্তেজনা। তবে এমন রোমাঞ্চের স্বাদ ক্রিকেট দুনিয়া আজকাল আর আগের মতো পাচ্ছে না। দু’ দেশের মধ্যে দ্বিপাক্ষিয় সিরিজ খেলা বন্ধ থাকায় একমাত্র বহুজাতিক টুর্নামেন্টগুলোই ভরসা উপমহাদেশের দুই ক্রিকেট পরাশক্তির দ্বৈরথ দেখার। কালেভদ্রে যখন সে সুযোগটা আসে, সঙ্গত কারণেই সে ম্যাচ ঘিরে উত্তেজনার পারদটা থাকে চড়া। মাঠের লড়াইয়ের আগে মাঠের বাইরেই শুরু হয়ে যায় কথার যুদ্ধ। আগামী ৪ জুন চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে দুই দল মুখোমুখি হওয়ার আগেও সেটার ব্যতিক্রম হচ্ছে না। পাকিস্তানি পেসার জুনাইদ খান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে মনে করিয়ে দিচ্ছেন যে তিনি (কোহলি) যত ভালো ব্যাটসম্যানই হোন না কেন তাঁর পেসের সামনে বরাবরই অসহায় ছিলেন।
পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে দেয়া সাক্ষাৎকারে জুনাইদ বলছিলেন কোহলির বিপক্ষে তাঁর সাফল্যের কথা, “এ পর্যন্ত আমরা চারবার মুখোমুখি হয়েছি যার তিনবারই আমি তাঁকে আউট করেছি। সে একজন অসাধারণ ব্যাটসম্যান কিন্তু আমার বিরুদ্ধে সে ব্যর্থ ছিল।”
জুনাইদ খানকে এ পর্যন্ত চারবার মোকাবেলা করে ২ রান করতে পেরেছেন কোহলি, ২২টি বল থেকে কোনো রান নিতে পারেন নি। সেসব পরিসংখ্যান স্মরণ করিয়ে দিয়ে ‘হাই ভোল্টেজ’ ম্যাচের আগে ভারতীয় অধিনায়ককে কিছুটা বিচলিত করার চেষ্টাই হয়তো করলেন জুনাইদ। ফলটা দেখা যাবে মাঠের লড়াইয়েই।