বোলাররাই এবার কোহলির মূল ভরসা
ব্যাটিংকেই ধরা হয় ভারতীয় দলের মূল শক্তি। কিন্তু এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে দেখা যেতে পারে ভিন্ন এক ভারতকে। অধিনায়ক বিরাট কোহলি বলছেন, ব্যাটসম্যানরা নয়, বোলাররাই দলকে জয় এনে দেবেন!
প্রস্তুতি ম্যাচে মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমারদের দাপটে মাত্র ১৮৯ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। জাসপ্রিত বুমরাহ ও উমেশ যাদবরাও দারুণ বোলিং করেছে। কোহলি জানালেন, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে দলের পেসারদের ওপরই ভরসা রাখছেন, “ভারত বরাবরই ব্যাটসম্যানদের ওপর ভরসা করে, তাঁরাই বেশিরভাগ ম্যাচে জয় এনে দেয়। কিন্তু এই প্রথমবার আমরা দলের বোলারদের ওপর বেশি ভরসা রাখছি। এই কন্ডিশনে আমাদের চার ফাস্ট বোলার দারুণ কিছুই করে দেখাবে।”
একাদশ নির্বাচনে মধুর সমস্যায় পড়তে হবে বলেও মনে করেন কোহলি, “সবাই ভালো পারফর্ম করেছে। আরেকটা প্রস্তুতি ম্যাচ বাকি আছে। মূল টুর্নামেন্টে একাদশ নির্বাচন করা সহজ হবে না।”
আগামীকাল ওভালে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। ৪ তারিখে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে বর্তমান চ্যাম্পিয়নদের যাত্রা।