• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচেও ৪২ মিটারের বাউন্ডারি

    অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচেও ৪২ মিটারের বাউন্ডারি    

    বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতি ম্যাচে এজবাস্টনের মাঠের একপাশের বাউন্ডারি ছিল ৩৫ মিটারের কম। এ নিয়ে খানিকটা ক্ষোভ প্রকাশ করেছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। আজ অস্ত্রেলিয়া-পাকিস্তান প্রস্তুতি ম্যাচও হচ্ছে এই মাঠেই।  গতদিনের চেয়ে খুব একটা বাড়ছে না বাউন্ডারির দৈর্ঘ্য, আজ ৩৫ মিটারের জায়গায় হচ্ছে ৪২ মিটার।

    এবারের চ্যাম্পিয়নস ট্রফির পাঁচটি ম্যাচ আয়োজন করবে এজবাস্টন। মূল পিচকে অক্ষত রাখতেই প্র্যাকটিস পিচে আয়োজন করা হচ্ছে প্রস্তুতি ম্যাচগুলো। এর সাথে কমিয়ে আনা হয়েছে বাউন্ডারির দৈর্ঘ্যও। সেদিনের মতো আজও মূল পিচে খেলা হচ্ছে না। ৪২ মিটারের ওই বাউন্ডারির পাশাপাশি মাঠের পশ্চিম পাশের বাউন্ডারির দৈর্ঘ্যও ২০ মিটার কমিয়ে আনা হয়েছে। যদিও আইসিসির নিয়ম অনুযায়ী কোন বাউন্ডারি ৫৯.৪৩ মিটারের কম হতে পারবে না। তবে প্রস্তুতি ম্যাচ হওয়াতে এই ব্যাপারে ছাড় দেওয়া হচ্ছে।

     

    এদিকে তুলনামূলক ছোট বাউন্ডারির মাঠের পূর্ণ ‘ফায়দা’ নিতে চান অজি ব্যাটসম্যান ক্রিস লিন, “আগের ম্যাচে আমি বাউন্ডারির ২০ মিটার আগে ক্যাচ দিয়েছিলাম। এবার হয়তো এরকমটা হবে না। বাউন্ডারির দৈর্ঘ্যটা মন্দ নয়! এটাকে কাজে লাগাতে চাইবো অবশ্যই।” যদিও ম্যাচটা শেষ পর্যন্ত হয়নি, বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে গেছে।