'এই সম্মান আমাদের প্রাপ্য'
গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ। উন্নতির সূচকে ক্রমাগত সামনের দিকে এগিয়ে চলা দলটি ওয়ানডে র্যাংকিংয়ে উঠে এসেছে ছয় নম্বরে। আর এই সাফল্য দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফল- এমনটা জানিয়ে বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল বলছেন যে সম্মানটা এখন তাঁরা পাচ্ছেন সেটা তাঁদের প্রাপ্যই।
সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতেও সেটার প্রতিফলন দেখাতে চান তামিম, “গত দুই থেকে তিন বছর খুব ভালো গেছে আমাদের। আমি এভাবেই খেলে যেতে চাই, ভালো খেলে সেটার প্রতিফলন ফলেও দেখতে চাই। র্যাংকিংয়ে আমাদের এই এগিয়ে আসা এমনি এমনি আসেনি। আমাদের অনেক কঠোর পরিশ্রম করতে হচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ন। আর আপনি কতটা ভালো, সেটা দেখানোর জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি সম্ভবত খুব ভালো একটা মঞ্চ । এখানে সবাই যেমন জিততে চায়, আমরাও জিততে চাই।”
এগিয়ে চলার এই পথটা খুব মসৃণ ছিল না অবশ্যই। সামনেও পাড়ি দিতে হবে বন্ধুর পথ। তবে তামিম ইকবাল একটা করে ম্যাচ ধরেই এগোতে চান, “দল হিসেবে আমরা অনেক দূর এসেছি। অনেক সমালোচনা সয়ে আমাদের এখানে আসতে হয়েছে। গত দুই বছরে আমরা ছিলাম বিশ্বের সেরা দলগুলোর একটি। এখন আমাদের উন্নতির ধারাটা ধরে রাখতে হবে। আমাদের শুধু নিজেদের কাজটা ঠিকঠাক করে যেতে হবে। আমরা বিশ্বকাপ খেলার খুব কাছে আছি, শেষ সিরিজটার পর আমরা এখন ছয়ে আছি। এরকম বড় টুর্নামেন্টের আগে আমরা অবশ্য এসব নিয়ে ভাবছি না। বরং ম্যাচ নিয়েই ভাবছি।”
বড় দল হয়ে ওঠার পথে যে সম্মানটা পাচ্ছেন সেটা তাঁদের পাওনা বলেই মনে করেন তিন ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক, “এখন অনেক বেশি সম্মান পাই। আর মানুষের এই সম্মানটা আসলে আমাদের প্রাপ্য।”