ঘাসের ওপর দোষ চাপালেন মরগান
ম্যাচের প্রথম পাঁচ ওভারের মাঝেই নেই ছয় উইকেট। ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো এরকম ব্যাটিং বিপর্যয়ে পড়া ইংল্যান্ড শেষ পর্যন্ত তুলেছে ১৫৩ রান। ম্যাচ শেষে ইংলিশ অধিনায়ক এউইন মরগান বলছেন, এই বিপর্যয়ের জন্য লর্ডসের অতিরিক্ত ‘সবুজ’ পিচই দায়ী।
মরগানের মতে, লর্ডসের পিচ ওয়ানডের জন্য একেবারেই উপযুক্ত ছিল না, “যদি চ্যাম্পিয়নস ট্রফিতে এরকম উইকেটে খেলতে হয় তাহলে সেটা খুবই হতাশাজনক হবে। এরকম টুর্নামেন্টে ম্যাচের জয়-পরাজয় যদি টসের ওপর নির্ভর করে তাহলে সেটা মেনে নেওয়া যায় না। প্রথমে ব্যাট করা দলের পরাজয়ের সম্ভাবনা অনেক বেড়ে যায়। আমার মনে হয় না এটা ওয়ানডের জন্য উপযুক্ত পিচ ছিল। পিচে অনেক বেশি ঘাস দেখতে পেয়েছি।”
পিচকে দোষারোপ করলেও দক্ষিণ আফ্রিকান বোলারদের কৃতিত্বটাও খাটো করে দেখছেন না মরগান, “ আমরা শুরু থেকেই স্বাভাবিক খেলা খেলতে পারছিলাম না। দক্ষিণ আফ্রিকার বোলাররা দুর্দান্ত পারফর্ম করেছে। একচুলও ছাড় দেয়নি আমাদের। পুরো কৃতিত্বটাই তাঁদের। প্রথম দুই ম্যাচ হারার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তাঁরা।”