ইংল্যান্ডের বিপক্ষে শুরুটা ভালো চান হাথুরু
২০১৫ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ইংল্যান্ডকে বিদায় করে দিয়েছিল বাংলাদেশ। গত বছর ঘরের মাটিতে ওয়ানডে সিরিজের একটি জয় এসেছিল। চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচের আগে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ বলছেন, ইংল্যান্ডকে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। আর কোচ চন্ডিকা হাথুরুসিংহে শুরুটা ভালো করার দিকেই মনযোগ দিচ্ছেন।
ইংল্যান্ডের বিপক্ষেই গত বছর নিজের আগমনী বার্তা জানিয়েছিলেন মিরাজ। আগামীকালের ম্যাচে ভালো ফলাফলের ব্যাপারে আত্মবিশ্বাসী মিরাজ, “ইংল্যান্ডের বিপক্ষে শেষ কয়েকটা ম্যাচে আমরা ভালো পারফর্ম করেছি। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। আশা করি ভালো কিছুই হবে।”
এদিকে কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলছেন, ম্যাচের শুরুটা ভালো করতে হবে, “ভারতের বিপক্ষে আমরা শুরুতেই উইকেট হারিয়েছি। এরকম আবহাওয়ায় ব্যাটিং করতে নামলে শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। তাই ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসের শুরুটা ভালো হতে হবে। ভারতের সাথে ওই ম্যাচ ছাড়া আমাদের প্রস্তুতি ভালোই বলা চলে। তাই আমরা ইংল্যান্ডের বিপক্ষে ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী।