'ইংলিশ কন্ডিশনের ভাল ধারণা দিয়েছে ভারতের সঙ্গে ম্যাচ'
দ্বিতীয় ওভারেই রোহিত শর্মাকে বোল্ড করে যেন উড়তে চাইলেন রুবেল হোসেন। শেষ ওভারটা বাদ দিলে রুবেল ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচে ছিলেন ছন্দেই। তবে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় লন্ডনের আকাশে জমলো মেঘ। আর আকাশের নিচে বাড়তি সুইং পাওয়া শুরু করলেন ভুবনেশ্বর, শামি, যাদবরা। হাত নিশ্চয়ই তখন আরেকটু নিশপিশ করছিল রুবেলের! ইংল্যান্ডের কন্ডিশনটাই আসলে এমন। এই রোদ, এই মেঘের মতো করে বদলায় আবহাওয়া, বদলে যায় তাই ক্রিকেটের ধরনও। বাইরের, বিশেষত উপমহাদেশের দলগুলোর জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। চ্যাম্পিয়ন্স ট্রফির আরও অনেক চ্যালেঞ্জের সঙ্গে কন্ডিশনের এই ব্যাপারটাও তাই মাথায় রাখতে বলছেন মাশরাফি বিন মুর্তজা।
‘হঠাৎ আবহাওয়া বদলে যাওয়ায় বল সুইং করা শুরু করলো। আগে শুনে এসেছি এসব, কাল দেখা হলো। এসব অভিজ্ঞতা বোলারদের কাজে দেবে।’
কালকের ম্যাচের ব্যাটিং বিপর্যয় ভুলে এই টুকরো অভিজ্ঞতাগুলোই কাজে লাগাতে চান তিনি, ‘এরকম পরিস্থিতি হলে কী হবে, একটা ধারণা থাকলো। আর কালকের ম্যাচের বোলিং ব্যাটিং বাদ দিলে, শেষ পাঁচ ম্যাচে আমাদের যেভাবে খেলার কথা, সেভাবেই খেলছিলাম।’
বাংলাদেশের অন্যতম বড় অস্ত্র স্পিন। তবে ইংলিশ কন্ডিশনে স্পিনারদের জন্য উইকেটে খুব বেশি কিছু থাকবে না বলেই ধারণা মাশরাফির, ‘কন্ডিশন প্রভাব ফেলে। আমাদের স্পিনাররা ভাল। তবে কন্ডিশন সেভাবে সহায়ক হবে না। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ইংল্যান্ডের ম্যাচগুলো দেখুন, ৩০০ রান হয়েছে নিয়মিতই। আর আইসিসির টুর্নামেন্ট বলে উইকেট থাকবে ‘হাই-স্কোরিং’। ‘অসাধারণ’ বোলিং করতে হবে সবাইকেই।’
সেই অসাধারণ কিছুর জন্য বারবার ফিরে আসছে যেন ভারতের সঙ্গে সেই প্রস্তুতি ম্যাচ। তবে এই দলের জন্য এই একটা প্রস্তুতি ম্যাচের চেয়েও আসলে বড় একটা ছবি আছে, আছে একটা লক্ষ্য। বরাবরই মাশরাফি বলে এসেছেন, এই দলের অন্যতম চ্যালেঞ্জ হবে দেশের বাইরে ভাল করা। নিউজিল্যান্ডে বেশ সুযোগ তৈরি করেও হাতছাড়া হয়েছে, শ্রীলঙ্কায় এসেছে সাফল্য। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজেও নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। তবে অতীতের মতো সুযোগ হাতছাড়া করতে চান না এবার।
সেই সুযোগের কতোখানি আসবে কাল ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে?