• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    'ট্রফি থেকে দূরত্ব এক হাত'

    'ট্রফি থেকে দূরত্ব এক হাত'    

    প্রত্যাশার চাপটা সবচেয়ে বেশী কার ওপর? ইংল্যান্ড? ঘরের মাটিতে খেলছে বলে? নাকি ভারত! চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন তারা। আর বাংলাদেশ? হোক না, টুর্নামেন্টে খেলার জন্য র‍্যাঙ্কিংয়ের অবস্থানের বাধ্যবাধতকতা চালুর পর প্রথমবার খেলছে বাংলাদেশ, তাতে কি সমর্থকদের প্রত্যাশার চাপ কমে!

     

    মাশরাফি সেটা জানেন ভালভাবেই। এবং বরাবরের মতোই বাস্তবতাকেও মাথায় রাখতে বলছেন এবারও, ‘আর আমাদের ব্যাপারে যেটা বললেন যে “হারানোর কিছু নেই”, আপনার কাছে সেটা মনে হয় কিনা আমি জানি না। আমাদের ওপরও অনেক চাপ আছে, এটাই স্বাভাবিক। একটা ম্যাচ হারলেই দেখবেন অনেক কথা হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, সবাইকে অনেক কিছু বুঝতে হবে। বুঝে আলোচনা করা উচিত। আমরা আস্তে আস্তে উঠে আসছি ওপরে। এই ধরনের টুর্নামেন্টে আমরা যদি সেরাটা খেলতে পারি, তবে সুযোগ থাকবে।’

     

    সেসব নাহয় সবাই মাথায় রাখলেন। কিন্তু আসলে বাংলাদেশ বা অধিনায়ক মাশরাফি টুর্নামেন্টের প্রেক্ষাপটে ট্রফি থেকে কতো দূরে অবস্থান করছেন?

     

    এমন প্রশ্নের জবাবে মাশরাফি ডানে রাখা ট্রফির দিকে তাকিয়ে বললেন, ‘এক হাত’।

     

    সংবাদ সম্মেলন কক্ষে হাসির রোল পড়লো। মাশরাফির হাসিটা আপনিই অনুমান করে নিন না!