• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    চ্যাম্পিয়নস ট্রফিতে আসছে 'ব্যাট সেন্সর'

    চ্যাম্পিয়নস ট্রফিতে আসছে 'ব্যাট সেন্সর'    

    প্রতিনিয়তই ক্রিকেটে যোগ হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। চ্যাম্পিয়নস ট্রফিতেও এর ব্যতিক্রম হবে না। বেশ কয়েকজন ক্রিকেটারের ব্যাটে থাকবে প্রযুক্তির ছোঁয়া। ব্যাটের হ্যান্ডেলের শীর্ষবিন্দুতে বসানো থাকবে একটি ‘সেন্সর’, যা দিয়ে ব্যাটসম্যানদের ‘ব্যাট স্পিড’ ও শট খেলার আগে ‘ব্যাক লিফটের’ অ্যাঙ্গেল বোঝা যাবে। ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, বেন স্টোকস; ভারতের রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন এরই মাঝে এই প্রযুক্তি ব্যবহারের কথা নিশ্চিত করেছেন।

    সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসাইন এই প্রযুক্তির ভূয়সী প্রশংসাই করছেন, “আমরা বহুবার ধারাভাষ্য দেওয়ার সময় ব্যাট স্পিড নিয়ে কথা বলেছি। কিন্তু এটার পরিমাপ কখনোই করতে পারিনি। এই নতুন প্রযুক্তির কারণে সব তথ্য জানতে পারব এবং সবাইকে দেখাতেও পারব।”

    নিজের ক্যারিয়ারে এই প্রযুক্তি থাকলে লাভবান হতেন বলেও জানান নাসের, “যখন আমি প্রথমবার ইংল্যান্ডের হয়ে খেলি, তখন টিভিতে নিজের খেলা দেখিনি। আউট হয়ে ফেরার পর জেফ্রি বয়কট আমার ওপর ক্ষেপে গিয়ে বলেছিলেন, ‘নাসের তুমি ‘ ওপেন ব্যাটে’ রান নাও না কেনো?’ এই প্রযুক্তি তখন থাকলে উপকারই হতো। এখনকার দিনের কথা বলি, জেসন রয়ের কথাই ধরুন। ২-৩ বছর আগেও যদি এই প্রযুক্তি থাকতো তাহলে সে অনুশীলনের সময় আগের ডাটাগুলো দেখে ভুল শুধরে নিতে পারত।”

    আইসিসি জানিয়েছে, এবারের টুর্নামেন্টে প্রতি দলের সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটার এটা ব্যবহার করতে পারবে। সেন্সর প্রযুক্তি ছাড়াও এবার ব্যবহার করা হচ্ছে বিশেষ ড্রোনও।