আরেকটু 'ক্লোজ' করে দেখলে ভালো হতোঃ মাশরাফি
লং-অনে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ এক ক্যাচ নিলেন তামিম। সঙ্গে সঙ্গে শুরু করলেন উদযাপন। কাঙ্খিত ব্রেথ্রু পেয়েছেন বলে মাশরাফিরাও উল্লাস করে দিয়েছিলেন। কিন্তু আম্পায়ার সফট সিগন্যাল নট আউট দিয়ে সেটি পাঠালেন তৃতীয় আম্পায়ারের কাছে। খুব দ্রুতই তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত জানিয়ে দেন, মাঠের আম্পায়ারের ওপরেই আস্থা রাখছেন। তামিম এস রবির কাছে গিয়ে বেশ কিছুক্ষণই উষ্মা দেখালেন। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মানলেন, ওই ক্যাচটা আরেকটু ক্লোজ করে দেখলে ভালো হতো।
ম্যাচের পরেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাসের হুসেইন প্রশ্নটা করলেন মাশরাফিকে। বাংলাদেশ অধিনায়ক তখন সেটি এড়িয়ে গেলেন। বললেন, আম্পায়াররা নিশ্চয় আরও ভালোমতো দেখে সিদ্ধান্তটা নিয়েছেন। কিন্তু ব্যাপারটা যে মেনে নিতে পারেননি, সেটা বোঝা গেল ম্যাচ শেষে সংবাদ সন্মেলনে। তবে আইসিসির বিধিনিষেদের জন্যই হয়তো রেখেঢেকেই কথা বললেন। আম্পায়ারের ব্যাখ্যা, তামিম নয়, গ্রহণ করতে পারেননি বাংলাদেশ অধিনায়কও, ও পুরোপুরি আত্মবিশ্বাসী ছিল, ও নিশ্চিত ছিল ওটা ক্যাচ। কিন্তু আম্পায়াররা হয়তো ওখান থেকে আরও ভালো দেখেছে।’ এটুকু পর্যন্তও ঠিক ছিল, তবে মাশরাফির আসল অনুভূতিটা বোঝা গেল এর পরের কথায়, যে ফিল্ডার দাবি করে তার প্রতিক্রিয়া বা অনুভূতিটা খুবই গুরুত্বপূর্ণ। সে এখনো পর্যন্ত আত্মবিশ্বাসী, ওটা আউট ছিল। হয়তো বা ওটা আরেকটু ক্লোজ করে দেখলে ভালো হতো। সিদ্ধান্তটা তাড়াতাড়ি হয়ে গেছে কি না জানি না।’
ওই সময় ইংল্যান্ডের রান অবশ্য ২২০ হয়ে গেছে। বাংলাদেশের ফেরার সম্ভাবনাও ক্ষীণ। তারপরও মরগান আউট হলে অন্য কিছু হতে পারত, মাশরাফির হয়তো আক্ষেপ সেটি নিয়েই।