• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    'এরকম উইকেটে ভালো বোলিংয়ের পাশাপাশি ভাগ্যও লাগে'

    'এরকম উইকেটে ভালো বোলিংয়ের পাশাপাশি ভাগ্যও লাগে'    

    অবধারিতভাবে প্রশ্নটা ছিল, বাংলাদেশ একজন বোলার কম নিয়ে খেলেছে কেন? ম্যাচ শেষে নাসের হুসেইন সেটি করলেন মাশরাফি বিন মুর্তজাকে। বাংলাদেশ অধিনায়ক অবশ্য বিস্তারিত ব্যাখ্যাটা দিলেন সংবাদ সম্মেলনে এসে। বেশি রান করে পঞ্চম বোলারের অভাবটা পুষিয়ে দেবে বাংলাদেশ, এমনই ছিল পরিকল্পনা। তবে সেই সঙ্গে আক্ষেপ করলেন, বোলিং আরেকটু ভালো হলে বা ভাগ্য আরেকটু পক্ষে থাকলে হয়তো অন্য কিছু হতে পারত।

     

    নিউজিল্যান্ডের সঙ্গে আগের ম্যাচে ইমরুল কায়েসের জায়গায় একজন বোলার খেলিয়েছিল বাংলাদেশ। মেহেদী বা সানজামুলকে আজকের ম্যাচের জন্য বিবেচনা করা হয়নি। মাশরাফি জানিয়েছেন, আট ব্যাটসম্যান নির্দিষ্ট একটা কৌশলের জন্যই, ‘আমাদের প্ল্যান ছিল আটটা ব্যাটসম্যান নিয়ে আমরা কোনো পর্যায়ে ধস নামলে কী হবে। আমরা আসলে ব্যাটসম্যানদের আরেকটু স্বাধীনতা দিতে চেয়েছিলাম। এখানে হয়তো ২৬০ বা ২৮০ করে জেতা সম্ভব না। পাঁচটা বোলার থাকার পরও তখন ম্যাচটা বের করা কঠিন হতো। । কিন্তু আমরা যদি ৩৩০ করতে পারলে তাইলে হয়তো  বাড়তি একজন বোলারের অভাবটা পুষিয়ে দেওয়া যেত। আমরা ভেবেছিলাম, একজন পার্টটাইম বলার যদি ৭০-৮০ রানও দেয়, বাকিরা সেটা পুষিয়ে দিতে পারবে। কিন্তু সেই অসাধারণ বোলিংটা হয়নি। তার আগে তামিম-মুশফিক আউট হয়ে আউট হয়ে যাওয়ার পর আমাদের রান বেশি হয়নি।’ বোলিংয়েও আরেকটি উইকেট না পাওয়ার আক্ষেপ ঝরল তাঁর কন্ঠে, ‘খেলার মাঝামাঝি পর্যায়েও আমাদের একটা উইকেটের দরকার ছিল। ওই সময় ওদের জুটিটা ভাঙার আমরা সব চেষ্টাই করেছি।  আমার মনে হয়, ওরা মুস্তাফিজকে খুব ভালো হ্যান্ডল করেছে। ওখানে উইকেট পড়লে ব্যাপারটা অন্যরকম হতে পারত।’

     

    মুস্তাফিজ যে নিষ্প্রভ ছিলেন, এমন নয়। তবে এমন উইকেটেও বৈচিত্র্য দিয়ে ভোগাচ্ছিলেন। কিন্তু উইকেট আর পাওয়া হয়নি।  ওয়ানডে ক্যারিয়ারে যে অভিজ্ঞতা মাত্র তৃতীয়বার হলো। মাশরাফির আফসোস, ‘মুস্তাফিজের যে কয়টা এজ হয়েছিল, সেটা যদি ফিল্ডারদের হাতে চলে যেত তাহলে অন্যরকম কিছু হতে পারত। এই উইকেটে আসলে ৩২০-৩৩০ করতে হবে, একই সঙ্গে বোলিং ভালো করার পাশাপাশি একটু ভাগ্যও লাগবে।’