• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    'বৃষ্টি নামায় বেঁচে গেছি'

    'বৃষ্টি নামায় বেঁচে গেছি'    

    শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া অস্ট্রেলিয়ার জয় অনেক দূরের পথ মনে হচ্ছিল।নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হলে হাঁফ ছেড়েই বেঁচেছেন অজি সমর্থকরা। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ বলছেন, বৃষ্টি নামায় এই যাত্রায় ‘বেঁচে গেছে’ অস্ট্রেলিয়া।

    ৩৩ ওভারে ২৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৩ রানেই টপ অর্ডারের ৩ ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। বোলিংয়েও হ্যাজলউড ছাড়া কেউ সুবিধা করতে পারেনি অজিদের। স্মিথ দলের পারফরম্যান্সে একেবারেই খুশি নন, “আমার মনে হয় এটা গত কয়েক বছরের ভেতর আমাদের সবচেয়ে বাজে বোলিং। আমরা তাঁদের রান তোলার প্রচুর সুযোগ দিয়েছি। কেন উইলিয়ামসন দারুণ ব্যাটিং করেছে এটা সত্যি, কিন্তু  খুব সাদামাটা বোলিং করেছে বোলাররা। ব্যাটিংয়ের শুরুটাও একেবারে ভালো হয়নি। বৃষ্টি নামায় এবারের মতো বেঁচে গেছি!”

     

    পরের দুই ম্যাচ জিতেই সেমিতে যেতে চান স্মিথ, “আশা করি আজ যা হয়েছে সেটা পরের ম্যাচগুলোতে হবে না। আমাদের তিন বিভাগেই আরও মনযোগী হতে হবে। বিশেষ করে বোলিংয়ের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে।”