'কোহলির উইকেটই সবচেয়ে গুরুত্বপূর্ণ'
বিশ্বকাপে কখনো জেতা হয়নি ভারতের বিপক্ষে। তবে আইসিসির চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে পাকিস্তান দুবার পেয়েছে জয়ের স্বাদ। বিরাট কোহলি এবার সেই কাজটা আরও কঠিন করে তুলবেন। আগামীকাল চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে মুখোমুখি হওয়ার আগে সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি বলছেন, কোহলির উইকেটই পাকিস্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আফ্রিদি মনে করেন, কোহলিকে দ্রুত ফেরাতে পারলে পাকিস্তানের জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে, “কোহলির নেতৃত্বে ভারতের ব্যাটিং লাইনআপ যেকোনো দলের বোলিংকে চাপে ফেলতে পারে। ২০১২ সালের এশিয়া কাপ, ২০১৫ সালের বিশ্বকাপে আমাদের বিপক্ষে কোহলির ইনিংসের কথা এখনো মনে আছে। যদি পাকিস্তানি বোলাররা কোহলিকে দ্রুত প্যাভিলিয়নে ফেরত পাঠাতে পারে, তাহলে ভারতকে অল্প রানেই গুটিয়ে ফেলা সম্ভব।”
সাম্প্রতিক রেকর্ডের কথা মনে করিয়ে দিয়ে কালকের ম্যাচে ভারতকে এগিয়ে রাখছেন আফ্রিদি, “একজন পাকিস্তানি হিসেবে আমি সবসময়ই চাইবো ভারতের বিপক্ষে পাকিস্তান জিতুক। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতের রেকর্ড ও তাঁদের স্কোয়াড ভারতকে খানিকটা এগিয়েই রাখবে। আশা করি আবারো স্মরণীয় একটা ম্যাচ উপহার দেবে দুই দল। যোগ্য দলই জয় পাক, ক্রিকেটভক্তরাও নির্মল আনন্দ উপভোগ করুক।”