• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    চার ঘণ্টা সময় নিয়ে নিষিদ্ধ থারাঙ্গা

    চার ঘণ্টা সময় নিয়ে নিষিদ্ধ থারাঙ্গা    

    অ্যাঞ্জেলো ম্যাথুসের ইনজুরির কারণে দলের দায়িত্ব নিতে হয়েছিল। কিন্তু অধিনায়ক হিসেবে খেলতে নেমে উল্টো বিপদেই পড়লেন উপুল থারাঙ্গা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্লো ওভাররেটের কারণে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে লংকান ওপেনারকে।

    আইসিসি জানিয়েছে, থারাঙ্গার নিষেধাজ্ঞার পাশাপাশি ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানাও গুনতে হবে লংকান ক্রিকেটারদের, “থারাঙ্গার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি নিজেই স্বীকার করেছেন, তাই শুনানির প্রয়োজন পড়ছে না। শ্রীলংকার পরবর্তী দুই ম্যাচে তিনি খেলতে পারবেন না। এছাড়া তাঁর দলের প্রত্যেক ক্রিকেটারের ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা করা হয়েছে।”

    গতকাল প্রায় ৪ ঘণ্টা সময় নিয়েছেন লংকান বোলাররা। এদিকে থারাঙ্গা জানিয়েছেন, তাঁকে ম্যাচ চলার সময়েই সতর্ক করেছিলেন আম্পায়াররা, “আমরা প্রতি ওভারের মাঝে একটু বেশি সময় নিয়েছি। আম্পায়াররাও এই ব্যাপারটা বলেছিল আমাকে। প্রথম দিকেই অনেক পিছিয়ে পড়েছিলাম। শেষের দিকে গিয়ে সেটা পূরণ করা কঠিন ছিল কারণ ডেথ ওভারে কিছুটা বেশি নিতেই হয়।”