• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    লন্ডন-হামলার পর নিরাপত্তায় 'সন্তুষ্ট' অস্ট্রেলিয়া

    লন্ডন-হামলার পর নিরাপত্তায় 'সন্তুষ্ট' অস্ট্রেলিয়া    

    চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে আত্মঘাতী বোমা হামলায় কেঁপে উঠেছিল ম্যানচেস্টার। তবে সেজন্য টুর্নামেন্টে ছেদ পড়েনি। এবার খেলার মধ্যেই ঘটল আরও বড় অঘটন, লন্ডন শহরেই হামলায় নিহত হয়েছেন সাত জন। আইসিসি অবশ্য জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফি যথাসময়েই এগিয়ে যাবে। আর অস্ট্রেলিয়াও জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা ‘সন্তুষ্ট’। কাল বাংলাদেশের সঙ্গে ম্যাচটা ওভালেই যথাসময়েই অনুষ্ঠিত হওয়ার কথা।

    লন্ডন ব্রিজের যেখানে হামলা হয়েছে, তার খুব কাছেই বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের টিম হোটেল। তবে দুই দলের সবাই নিরাপদে আছেন। অস্ট্রেলিয়া দলের কারও কোনো ক্ষতি হয়নি। তবে অতীতে বাংলাদেশে নিরাপত্তজনিত কারণে সফর বাতিল করার পর এই পস্থিতিতে তারা কী সিদ্ধান্ত নেয়, সেটাই ছিল অপেক্ষা। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা সন্তুষ্ট, ‘বাকি সবার মতো এই হামলায় অস্ট্রেলিয়া দলও খুবই ব্যথিত। আমাদের নিরাপত্তা দল আইসিসি ও এলওসির সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। এই মুহূর্তে আমরা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট, পরিস্থিতি আমরা পর্যবেক্ষণে রাখছি। ’

    হামলার পরে পরেই আইসিসি খেলোয়াড়দের হোটেলগুলো অন্তরীণ করে রেখেছে। পাকিস্তান ও ভারত দলকেও আজ এজবাস্টনে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে নিয়ে আসা হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে দক্ষিণ আফ্রিকা নিরাপত্তা নিয়ে সংশয়ের কথা জানিয়েছিল। হামলার পর এখন পর্যন্ত অবশ্য তারা কিছু জানায়নি।