'চাপ নিতে গিয়েই হেরে গেছে পাকিস্তান'
টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ বলেছিলেন, পাকিস্তানের হারানোর কিছুই নেই। এই কারণে তাঁরা ‘চাপ’ না নিয়েই মাঠে নামবেন। তবে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর কোচ মিকি আর্থার বলছেন, চাপের কাছেই হেরে গেছে পাকিস্তান।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে সাবধানী ছিলেন পাকিস্তানের দুই ওপেনার। কিন্তু ২০ ওভারের পরেই পথ হারায় দল। সরফরাজের দল শেষ ৫ উইকেট হারিয়েছে মাত্র ৩৩ রানে। আর্থার বলছেন, ব্যাটসম্যানরা চাপের কাছেই নতি স্বীকার করেছে, “ভারত আজ দারুণ খেলেছে। অন্যদিকে আমরা একেবারেই সাদামাটা ক্রিকেট খেলেছি। এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই। ওয়ানডেতে আমরা কোন পর্যায়ে আছি এটা নিয়ে ভেবে দেখবার সময় এসেছে। তবে দলের সবাই চেষ্টার কমতি রাখেনি। চাপের কারণেই এমনটা হয়েছে। ক্রিজে নেমে শুরুটা ভালো করেও কেউ টিকতে পারেনি। নাহলে ফলাফল অন্যরকম হতে পারত।”
দলের এরকম শোচনীয় পরাজয়ে বেশ চিন্তিত আর্থার, “আমার দুশ্চিন্তার প্রধান কারণ হচ্ছে, আমরা বেসিক ব্যাপারে ভুল করছি। ছোট ছোট জিনিসে ভুল করলে সেটার মাশুল দিতেই হবে। আমরা সহজ ক্যাচ ছেরেছি, ব্যাটসম্যানদের রানিংটাও ভালো ছিল না। ফিল্ডিংয়ে আমরা হতাশাজনক পারফর্ম করেছি আজ। বোলাররাও খেই হারিয়ে ফেলেছে শেষের দিকে। খুব বেশি হতাশ সবকিছু মিলিয়ে। তবে এখন সামনের দিকে তাকাতে হবে। আমরা পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে চাই।”