গিলক্রিস্টের আউট আর লিমুজিন মনে রেখেছেন মাশরাফি
কার্ডিফের সেই মহাকাব্যিক জয়ের পর পেরিয়ে গেছে এক যুগ। অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের এই একটাই সুখস্মৃতি, আর সেটা এই দলের শুধু মাশরাফি বিন মুর্তজারই আছে। সেদিনের দুই দলের ক্রিকেটারদের মাঝে আজকের ম্যাচে থাকছেন শুধু বাংলাদেশ অধিনায়কই। আরও একবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে মাশরাফি বলছেন, ওই ম্যাচের কথা আজও ভোলেননি।
২০০৫ সালে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক জাগিয়েছিল হাবিবুল বাশারের বাংলাদেশ। ২১ বছর বয়সী মাশরাফি নিজের ২০ তম ওয়ানডে খেলতে নেমে সেবার দ্বিতীয় বলেই অজি ওপেনার অ্যাডাম গিলক্রিস্টকে ফিরিয়েছিলেন। সেই স্মৃতি এখনো রোমন্থন করেন মাশরাফি, “১২ বছর আগের কথা! গিলক্রিস্টকে আউট করার মুহূর্তটা এখনো মনে পড়ে। ওই ম্যাচে জয়ের পর লিমুজিনে ঘুরেছিলাম দলের সবাই! দারুণ একটা রাত ছিল। ” অস্ট্রেলিয়ার সঙ্গে সর্বশেষ ২০১১ বিশ্বকাপে ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। এরপর গত বিশ্বকাপে খেলার কথা থাকলেও সেই ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে।
প্রথম ম্যাচে পরাজয়ের ফলে আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই। চাপটাও তাই অন্য সময়ের চেয়ে একটু বেশি থাকবে। মাশরাফি বলছেন, চাপ সামলে নিজেদের সেরাটাই দিতে চান, “আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। এই ম্যাচের গুরুত্ব আমরা বুঝি, তাই সর্বোচ্চ চেষ্টাটাই করব। আশা করি চাপ সামলাতে পারবে সবাই। একটা ব্যাপার পরিষ্কার, আমাদের অনেক বেশি রান করতে হবে। সাধারণত ওয়ানডেতে ৩০০ রানই অনেক, তবে পিচ যদি ব্যাটিং বান্ধব হয় তাহলে সেটা যথেষ্ট নয়। কত স্কোর করলে সেটাকে রক্ষা করতে পারব সেই ধারণা আমাদের হয়েছে। দলের সবাই ভালো ক্রিকেট খেলছে, দেখা যাক কী হয়!”