'মনে মনে আমাদেরও ভালোই লাগছে'
ম্যাচ শেষে অকপটেই স্বীকার করেছেন, বাংলাদেশ দল ভাগ্যের ওপর দিয়ে পার পেয়ে গেছে। পরে সংবাদ সম্মেলনেও মাশরাফি বিন মুর্তজা স্বীকার করলেন, ভাগ্য বাংলাদেশের পক্ষে আছে। তবে একই সঙ্গে মনে করিয়ে দিলেন, আগের ম্যাচে অস্ট্রেলিয়াও অনেকটা ভাগ্যের জোরেই পার পেয়ে গেছে। স্বীকার করলেন, এমন একটা পয়েন্ট পাওয়ার পর বাংলাদেশ দলের আসলে খুব একটা খারাপ লাগছে না।
নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে ৩০০ রানের কাছাকাছি তাড়া করে শুরুতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ম্যাচটা ভেসে গেছে বৃষ্টিতে। মাশরাফি ম্যাচ শেষে সেটি মনে করিয়ে দিলেন, ‘অবশ্যই, আমাদের চেয়ে আজকে অস্ট্রেলিয়া অনেক ভালো খেলেছে। আবার নিউজিল্যান্ড শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে ভাল খেলেছে। আবহাওয়ার ওপর তো কারও হাত নেই।’ মাশরাফি মানলেন, আর কিছুক্ষণ পরে বৃষ্টি নামলেই ম্যাচটা বাঁচানো অসম্ভব হয়ে যেত, আমি আগেই বলেছি, অস্ট্রেলিয়ার দুর্ভাগ্য, আমাদের সৌভাগ্য, আমরা এক পয়েন্ট পেয়েছি। সামনের ম্যাচে জিততে পারব কি না সেটাও জানি না। তবে এই ম্যাচ অস্ট্রেলিয়ার পক্ষেই ছিল। আর চার ওভার খেলা হলে ওরা এক রান নাও জিতে যেত হয়তো। অস্বীকার করার সুযোগ নাই, অস্ট্রেলিয়া আমাদের চেয়ে এগিয়ে ছিল। আর এক পয়েন্ট পেয়ে আমরা তো অবশ্যই খুশি। মনে মনে আমাদেরও খুব ভালো লাগছে। ম্যাচের শুরুতে সবাই চেয়েছিল, পুরো খেলা হোক। এখন আমরা অবশ্য এক পয়েন্ট পেয়েই খুশি।’
পরিবর্তিত পরিস্থিতি বাংলাদেশের সামনে খুলে দিয়েছে সেমিফাইনালে ওঠার ক্ষীণ একটা সম্ভাবনা। সেজন্য নিউজিল্যান্ডের সঙ্গে শুধু জিতলেই চলবে না, ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের হারও কামনা করতে হবে। সেটাও মাথায় আছে মাশরাফির, ’এখন অস্ট্রেলিয়াকে ইংল্যান্ডকে হারাতে হবে, আর আমরা নিউজিল্যান্ডকে হারালে অনেক কিছু হতে পারে। দেখা যাক কী হয়।’