বৃষ্টিতে স্মিথের 'হতাশা'
প্রথম ম্যাচে বৃষ্টি খানিকটা ‘আশীর্বাদ’ হয়েই এসেছিল তাঁদের জন্য। বাংলাদেশের বিপক্ষে অবশ্য সেই বৃষ্টিই অস্ট্রেলিয়ার জন্য হতাশার কারণ হয়ে দাঁড়ালো। প্রায় নিশ্চিত জয় থেকে বঞ্চিত হওয়ায় চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ওঠা শঙ্কার মাঝে পড়েছে অজিদের। অধিনায়ক স্টিভ স্মিথ বলছেন, জয়বঞ্চিত হওয়ায় হতাশ তিনি।
স্মিথ বলছেন, গ্রাউন্ডসম্যানদের আরও তৎপর হওয়া উচিত ছিল, “ব্যাপারটা হতাশাজনক। ওভালের গ্রাউন্ডসম্যানদের আরেকটু বেশি তৎপর হওয়া উচিত ছিল বৃষ্টির পর। যেহেতু এটা বড় একটা টুর্নামেন্ট। তবে তাঁরা নিজেদের কাজ করেছে, আম্পায়াররাও বলেছেন ৮.৩০ এর আগে খেলা শুরু হবে না। তাঁদের কথা মেনে নেওয়াই আমাদের কাজ। ম্যাচের ফলাফল না পাওয়ায় দলের সবাই হতাশ। আসলে আবহাওয়ার ওপর তো আমাদের হাত নেই। এখন আমাদের একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে ইংল্যান্ডকে হারানো।”
বৃষ্টির মাঝেও খেলা চালিয়ে যাওয়ার পক্ষে ছিলেন স্মিথ, “ আমি খেলা চালিয়ে যেতে চাইছিলাম। বৃষ্টির ভেতর ব্যাট করতে আমার কোনো সমস্যাই হচ্ছিল না। তবে সিদ্ধান্তটা আম্পায়াররাই নেবেন। ওই পানি পানের বিরতিটা নেওয়া আসলে সঠিক সিদ্ধান্ত ছিল না। যদি খেলা চলতে থাকতো তাহলে ভিন্ন ব্যাপার। তবে একবারে শেষের দিকে বৃষ্টিটা একটু জোরেই পড়ছিল।”