• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    'আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ইংল্যান্ড'

    'আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ইংল্যান্ড'    

    দুই বছর আগে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে শোচনীয় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল। আজ ঘরের মাঠে আবারো কিউইদের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। ইংলিশ অধিনায়ক এউইন মরগান বলছেন, এই দুই বছরে ‘বদলে যাওয়া’ ইংল্যান্ড অনেক বেশি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে।

     

    বিশ্বকাপের ওই ম্যাচে ৩৩ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলা ইংল্যান্ড শেষ পর্যন্ত অলআউট হয়েছিল ১২৩ রানে। এরপর কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের ঝড়ো ইনিংসে মাত্র ১২ ওভারেই জয় পায় নিউজিল্যান্ড। মরগান বলছেন, ওই ইংল্যান্ড দল অনেকটাই অনভিজ্ঞ ছিল, “ওটা আসলে ‘যুবকদের’’ সাথে ‘বালকদের’ খেলা ছিল! কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। আমাদের দল আর আগের মতো নেই। গত দুই বছরে সবকিছুই বদলে গেছে।”

     

    মরগানের মতে, ক্রিকেটারদের আত্মবিশ্বাস বেড়ে গেছে কয়েকগুণ, “দলের ভেতর যে আত্মবিশ্বাস এসেছে এটাই আমাদের বদলে যাওয়ার অন্যতম প্রধান কারণ। দারুণ পারফর্ম করে ম্যাচ জেতার ফলেই এটা হয়েছে। আমরা এই টুর্নামেন্টে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়েই এসেছি। ২০১৫ সালে আমাদের নিজের ওপর বিশ্বাসের ঘাটতি ছিল। এবার সেটা নেই। এজন্যই ম্যাচে ভালো ফলাফলের আশা করছি।”