• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    ইচ্ছা করেই মিরাজ-সাকিবদের আনেননি মাশরাফি

    ইচ্ছা করেই মিরাজ-সাকিবদের আনেননি মাশরাফি    

    ওভালের আকাশে সকাল থেকে রোদ-বৃষ্টির লুকোচুরি। দুপুরে বৃষ্টি ছিল না, রোদই হেসেছে বেশি। তবে বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশে শুরু হয়েছে মেঘের আনাগোনা। অস্ট্রেলিয়া যখন ব্যাটিং করতে নেমেছে, তখন থেকেই বৃষ্টি একটু একটু করে পরতে শুরু করেছে। শেষ পর্যন্ত পানিপানের বিরতিতে সেই যে খেলা বন্ধ হলো, আর শুরুই হতে পারল না। মাশরাফিও জানতেন,বৃষ্টি আসতে পারে যে কোনো মুহুর্তে। সে কারণেই স্পিনারদের দিয়ে বল করাননি।

     

    ইংল্যান্ডের সঙ্গে আগের ম্যাচেই শুরুতে বোলিংয়ে এনেছিলেন সাকিবকে। কিন্তু কাল মুস্তাফিজ আর নিজেই শুরু করলেন বল। যে ১৬ ওভার খেলা হয়েছে, তাতে মাশরাফি মাত্র এক ওভার স্পিন করিয়েছেন। অথচ স্মিথ-ওয়ার্নাররা ওদিকে থিতু হয়ে গেছেন, তাদের জুটি ভাঙার জন্য মিরাজ-সাকিবকেও আনতে পারছেন না মাশরাফি। ম্যাচ শেষে একটু ইতস্তত করে নিজেই জানিয়েছেন সেই কৌশলের কথা, ‘এটা আসলে এখানে বলা উচিত নয়, কিন্তু ওখানে আমাদের চিন্তা ছিল যত  বেশি সময় দেওয়া যায়। যে কারণে  মিরাজকে এনেও চেঞ্জ করেছি, সেজন্য পেসারদের দিয়ে বল করিয়েছি।ওখানে বসে আমাদের চিন্তাই ছিল, এক মাত্র উদ্দেশ্য ছিল ২০ ওভারের আগে যত সম্ভব খেলা লম্বা করা যায়। ’ মিরাজকে দিয়ে অবশ্য এক ওভার বল করিয়েছেন মাশরাফি।

    বাংলাদেশ অধিনায়ক জানালেন, পানিপানের বিরতির সময়ও বুঝতে পারেননি, খেলা একেবারে বন্ধ হয়ে যাবে, দেখেন, সত্যি কথা বললে ১৬ ওভারের পর খেলা কি আরও এক দুই ওভার হবে কি না সেটা আমাদের মাথায় ছিল। তবে ড্রিঙ্কস ব্রেকের পরও জানি খেলা বন্ধ করে দিচ্ছে কি না। শেষ পর্যন্ত আর সেটা হলো না । জানতাম,সাড়ে ছয়টা সাড়ে সাতটার দিকে বৃষ্টি হতে পারে। একই সময়ে আমরা চিন্তা করছিলাম, খেলাটা যতদূর চালিয়ে যাওয়া যায়।’

    ভাগ্য ভালো, মাশরাফির ‘কৌশল’ শেষ পর্যন্ত কাজে এসেছে।