• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    চ্যাম্পিয়নস ট্রফি শেষ ওয়াহাব রিয়াজের

    চ্যাম্পিয়নস ট্রফি শেষ ওয়াহাব রিয়াজের    

    বোলিংয়ের সময়ই চোট পেয়েছিলেন। ভারতের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্যাটিংয়েও নামেননি। এবার গোড়ালির ইনজুরির কারণে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন পাকিস্তানের ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ।

    ৮ ওভার ৪ বলে ৮৭ রান দেওয়া রিয়াজ ম্যাচের ৪৬ তম ওভারে বোলিংয়ের সময় ডান পায়ের গোড়ালিতে চোট পান। ওভার শেষ না করে তখনই মাঠ ছাড়েন। এরপর ব্যাটিংয়েও নামতে পারেননি। পিসিবি জানিয়েছে, স্ক্যানের পর রিয়াজের গোড়ালির লিগামেন্টে গুরুতর আঘাত ধরা পরেছে। তার সুস্থ হতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে। ফলে চ্যাম্পিয়নস ট্রফির পরবর্তী ম্যাচগুলোতে আর খেলা হচ্ছে না তার। একই ম্যাচে চোট পাওয়া আরেক ফাস্ট বোলার মোহাম্মদ আমির অবশ্য সুস্থই আছেন।

    এদিকে রিয়াজের বদলি হিসেবে আরেকজন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করার জন্য আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে পিসিবি।