শেষ ম্যাচ হেরেও চ্যাম্পিয়ন গাজী
আবাহনীর জয়েই নিশ্চিত হয়ে গিয়েছিল ব্যাপারটা। হেড টু হেডে গাজী গ্রুপই হয়ে গেছে প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন। দোলেশ্বরের সঙ্গে যে ম্যাচটা হওয়ার কথা ছিল শিরোপা নির্ধারণী, সেটাই হয়ে গেছে স্রেফ আনুষ্ঠানিকতার ম্যাচ। আর সেটি জিতে দোলেশ্বর ২৪ পয়েন্ট নিয়েই লিগ শেষ করেছে। সেই সঙ্গে আবাহনী ও গাজীর পয়েন্টও ২৪, তবে হেড টু হেডে এগিয়ে থাকায় গাজীর কাছেই গেছে শিরোপা।
বিকেএসপিতে কাল বৃষ্টির জন্য ম্যাচের অনেকটা ভেসে গিয়েছিল। ৩৩ ওভারে গাজীর রান ছিল ১৪২। প্রিমিয়ার লিগে অষ্টম ইনিংসে এসে মাত্র দ্বিতীয় বারের মতো আউট হয়েছিলেন গাজী অধিনায়ক নাসির হোসেন। আজ সেখান থেকে শুরু করে অবশ্য খুব বেশিদূর এগুতে পারেনি তারা। জহুরুল ইসলামই যা একটু চেষ্টা করেছিলেন, ৮৭ বলে ৮৭ রানও করে ফেলেছিলেন জাতীয় দলের সাবেক এই ব্যাটসম্যান। কিন্তু অন্য পাশ থেকে কেউ তাঁকে সেভাবে সঙ্গ দিতে পারেননি। শেষ পর্যন্ত ৪৯.১ ওভারে ২২২ রানেই অলআউট হয়ে গেছে গাজী। ফরহাদ রেজা নিয়েছেন তিন উইকেট। দেলোয়ার হোসেন, আরাফাত সানি ও শরিফ উল্লাহ নিয়েছেন দুইটি করে উইকেট।
২২৩ রানের লক্ষ্য কঠিন কিছু হওয়ার কথা নয়। তবে ৪৬ রানে ৩ উইকেট হারিয়ে একটু বিপদেই পড়ে গিয়েছিল দোলেশ্বর। এরপর মার্শাল আইয়ুবের সঙ্গে ৫৯ রানের জুটি গড়ে হাল ধরেন ভারতের পুনিত সিং। মার্শাল ৩৯ রান করে আউট হয়ে গেলেও পুনিত এরপর শরিফ উল্লাহকে নিয়ে গড়েছেন অবিচ্ছিন্ন ১১৯ রানের জুটি। ৫ ওভার তিন বল বাকি থাকতেই শেষ পর্যন্ত সহজ জয় এনে দিয়েছেন গাজীকে।
দিনের অন্য ম্যাচে প্রাইম ব্যাংককে ৬ উইকেটে হারিয়েছে মোহামেডান, পঞ্চম হয়েই শেষ করেছে সুপার লিগ। আর ২০ পয়েন্ট নিয়ে প্রাইম ব্যাংক আছে চারে।