• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    জয়ের কৃতিত্বটা বোলারদেরই দিলেন মরগান

    জয়ের কৃতিত্বটা বোলারদেরই দিলেন মরগান    

    টানা দ্বিতীয় জয়ে দল পৌঁছে গেছে সেমিফাইনালে। প্রথম দল হিসেবে সেমিতে ওঠায় স্বভাবতই দারুন খুশি ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর মরগান বলছেন, ম্যাচের জয়ের নায়ক বোলাররাই।

    ‘আত্মবিশ্বাসী’ বোলাররাই দলকে সেমিতে নিয়ে গেছে বলেই মনে করেন মরগান, “বোলাররা দুর্দান্ত পারফর্ম করেছে।  তারাই ম্যাচের নায়ক। একত্রিতভাবে তারা প্রতিপক্ষের ব্যাটিংকে ধরাশায়ী করেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেছে। আমলা, ডু প্লেসিদের আউট করার পর বোলাররা আগের চেয়ে অনেক বেশি ইতিবাচক ভঙ্গিতে খেলছে।”

     

    সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচের ফলাফল নিয়ে খুব একটা মাথা ঘামাতে হচ্ছে না ইংল্যান্ডকে। অনেকেই মনে করছেন, সেমির কথা ভেবে ওই ম্যাচে হয়তো কয়েকজনকে বিশ্রামও দেওয়া হতে পারে। তবে মরগান কোনো ম্যাচকেই হালকাভাবে নিচ্ছেন না, “ আমরা কখনোই এরকমটা ভাবি না। যদি আমাদের চ্যাম্পিয়ন হতে হয় তাহলে টুর্নামেন্টের সব ভালো দলকেই হারাতে হবে। অস্ট্রেলিয়া সেরা দলের একটা। তাই তাদের বিপক্ষে জয় ছাড়া আর কিছুই ভাবছি না। তাদের ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না!”