• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    চাপ নিচ্ছেন না ডি ভিলিয়ার্সরা

    চাপ নিচ্ছেন না ডি ভিলিয়ার্সরা    

    প্রথম ম্যাচে ভারতের কাছে শোচনীয় পরাজয়ের পর খাদের কিনারায় আছে পাকিস্তান। অন্যদিকে শ্রীলংকার বিপক্ষে জয়ের ফলে ফুরফুরে মেজাজেই আছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের বিপক্ষে জিতলে সেমিতে ওঠার রাস্তা অনেকটাই সহজ হয়ে যাবে এবি ডি ভিলিয়ার্সের দলের জন্য। ম্যাচের আগে আফ্রিকান অধিনায়ক বলছেন, মাটিতেই পা রাখছে তার দল।

     

    গত বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। তবে চ্যাম্পিয়নস ট্রফির শেষ দেখায় এই এজবাস্টনেই পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল প্রোটিয়ারা। ডি ভিলিয়ার্স সেই জয়েই অনুপ্রেরণা খুঁজছেন, “ চ্যাম্পিয়নস ট্রফির আগের আসরে এই মাঠেই পাকিস্তানকে হারিয়েছিলাম আমরা। প্রথম ম্যাচের পারফরম্যান্স দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেক গুণ। তবে আমরা অতি আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামতে চাই না। মাটিতেই পা রাখছে দলের সবাই।”

     

    আইসিসি টুর্নামেন্টে এলেই চাপে ভেঙ্গে পড়ার অভ্যাসটা অনেক পুরনো। তবে এবি বলছেন, এবার একেবারেই চাপ নিচ্ছে না দলের ক্রিকেটাররা, “আমরা এবার কোনো চাপই অনুভব করছি না! পাকিস্তানের বিপক্ষে জিতে সেমিতে উঠতে চাই। পুরো মনোযোগ এই ম্যাচের দিকেই আছে। দলের প্রস্তুতিও ভাল হয়েছে। এখন শুধু মাঠে নামার অপেক্ষায় আছি।”