কোহলিদের কোচ হওয়ার গুজব উড়িয়ে দিলেন ওয়ার্ন
দুদিন আগেই বলেছিলেন, তাঁকে ভারতীয় দলের কোচ হিসেবে নেওয়ার ‘সামর্থ্য’ বিসিসিআইয়ের নেই! তবে আজ অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন বলছেন, তাঁর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ভারতের কোচ হওয়ার কোনো ইচ্ছা নেই বলেও জানান ওয়ার্ন।
চ্যাম্পিয়নস ট্রফির পরেই শেষ হচ্ছে ভারতের বর্তমান কোচ অনিল কুম্বলের চুক্তি। ভারতের ভবিষ্যৎ কোচ হিসেবে যাদের নাম সংবাদমাধ্যমে আসছিল, ওয়ার্ন তাদের একজন। গত পরশু মিড-ডে বলেছিল, ওয়ার্ন ভারতের কোচ হতে চান। বিরাট কোহলির সাথে কাজ করার জন্য মুখিয়ে আছেন বলেও জানানো হয়। তবে এটিকে নিছকই গুজব বলছেন ওয়ার্ন, “ আমি সেদিন লিফটে ছিলাম। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল ভারতের কোচ হতে চাই কিনা। বিরাট কোহলি ও আমাকে নিয়ে যে সংবাদ প্রচার করা হয়েছে সেটা বানোয়াট। এরকম সাংবাদিকতায় আমি হতাশ।”
Ps re @imVkohli & I would work well together as a quote, this is totally made up. I never said that to anyone, very disappointing journalism
— Shane Warne (@ShaneWarne) June 7, 2017
ভারতের নতুন কোচ হিসেবে সাবেক ভারতীয় ব্যাটসম্যান বীরেন্দর শেওয়াগ, অস্ট্রেলিয়ার টম মুডি, ইংল্যান্ডের রিচার্ড পাইবাসের নাম শোনা যাচ্ছে।