'৪-৫ বছর আগে হলে আমি এরকম পারফরম্যান্সেই খুশি হতাম'
দুই ম্যাচে করেছেন ২২৩ রান। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার বিপক্ষে অল্পের জন্য হাতছাড়া হয়েছে আরেকটি সেঞ্চুরি। কিন্তু রানের বন্যা বইয়েও খুব একটা খুশি হতে পারছেন না বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। তামিমের মতে, দল জয় না পেলে রান পেয়েও ‘আনন্দ’ পান না তিনি।
ইংল্যান্ডের কাছে পরাজয়ের পর অস্ট্রেলিয়ার কাছেও পরাজয়ের শঙ্কা জেগেছিল। শেষ পর্যন্ত বৃষ্টির কল্যাণে রক্ষা পায় বাংলাদেশ। তামিম বলছেন, দুর্দান্ত দুটি ইনিংসের পরেও তাই তিনি হতাশ, “ এখন দল ভালো খেলছে, আমরা র্যাঙ্কিংয়ের ছয় নম্বর দল। রান করাটা তখনই আনন্দের যখন আমার সেঞ্চুরি দলকে জয় এনে দিতে পারে। মানুষ এরকম ইনিংসই মনে রাখবে।”
ইংলিশ কন্ডিশনে নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট তামিম, “পরেরবার যখন এখানে খেলতে আসব, তখন আরো ভালোভাবে পরিস্থিতি সামলাতে পারব ম্যাচের সময়। ব্যক্তিগতভাবে আমি নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট। আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ আছে, সেটা নিয়েই ভাবছি এখন।”
নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেতে নিজেদের সেরাটাই দিতে হবে বলে মানছেন তামিম, “আমরা নিউজিল্যান্ডের সেরা দলকে আমাদের মাটিতে হারিয়েছি। তবে আয়ারল্যান্ডে তাদের দল সেরকম শক্তিশালী না হলেও তাদের কাছে হেরেছি। যদি আগামী ম্যাচে তাদের হারাতে হয় তাহলে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। তাদের দলে দারুণ কিছু ক্রিকেটার আছে। আমাদেরও বেশ কয়েকজন ভালো ব্যাটসম্যান আছে যারা রান পাচ্ছেন না। তারা জ্বলে উঠলে আমরাও ভয়ংকর দল হয়ে উঠবো।”