'অধিনায়ক হিসেবে কোহলি গাঙ্গুলির মতো'
মাঠে তাঁর আক্রমণাত্মক ভঙ্গি ভারতীয় দলে যোগ করেছিল নতুন মাত্রা। অধিনায়ক হওয়ার পর দলের মাঝেও এই মনোভাবটা নিয়ে এসেছেন বিরাট কোহলি। সাবেক ভারতীয় ফাস্ট বোলার রুদ্র প্রতাপ সিং বলছেন, অধিনায়ক হিসেবে কোহলি অনেকটাই সৌরভ গাঙ্গুলির মতো এবং রাহুল দ্রাবিড়ের পুরোপুরি বিপরীত।
অধিনায়ক হওয়ার পর ভারতীয় দলের খেলার ভঙ্গিতে আমূল পরিবর্তন এনেছিলেন গাঙ্গুলি। রুদ্র প্রতাপ বলছেন, কোহলিও গাঙ্গুলির মতোই, “গাঙ্গুলি ভারতীয় দলে যেমন আক্রমণাত্মক ভাব নিয়ে এসেছিল, কোহলিও তেমনটাই করছে। দলে অনেক প্রাণশক্তিও নিয়ে এসেছে সে। কোহলি অনেকটাই গাঙ্গুলির মতো। তবে কোহলি রাহুলের পুরোই বিপরীত। দ্রাবিড় অনেক শান্ত প্রকৃতির ছিল, কৌশল আগেই নির্ধারণ করে মাঠে নামত। কোহলি পরিস্থিতি বুঝে কৌশল বদলায়। ধোনির সাথেও কোহলির মিল আছে। তারা দুজনই সাহসী সিদ্ধান্ত নিতে পছন্দ করে।”
রুদ্র প্রতাপ বলছেন, ২০০৯ সালের চ্যাম্পিয়নস ট্রফিতেই কোহলির আগমনী বার্তা পেয়েছিলেন, “ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৯ রানের একটি ইনিংস খেলেছিল কোহলি। ওইদিনই প্রথমবারের মতো আমরা তাঁর সামর্থ্যের প্রমাণ পেয়েছি।”