হালকা বৃষ্টিতেও ক্রিকেট দেখতে চান লেম্যান
বেরসিক বৃষ্টির কারণেই বাংলাদেশের বিপক্ষে প্রায় নিশ্চিত জয় থেকে বঞ্চিত হয়েছে তাঁর দল। অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান বলছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে যেমন হালকা বৃষ্টিতেও খেলা চালিয়ে যাওয়া হয়; ওয়ানডেতেও তেমনই করা উচিত।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর অজি অধিনায়ক স্মিথ বলেছিলেন, বৃষ্টির মাঝে খেলে যেতেও আপত্তি ছিল না তাঁর। লেম্যানও এরকমটাই চান, “বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা যদি টি-টোয়েন্টি হতো এবং মাঠভর্তি দর্শক থাকতো তাহলে আমি নিশ্চিত আরও খেলা হতো। ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচেও এরকম বৃষ্টি নেমেছিল। সেবার খেলা চালিয়ে গিয়েছিল আম্পায়ার। আমরা বুঝি আম্পায়াররা ক্রিকেটারদের কথা ভাবেন। তবে যতক্ষণ সম্ভব হয় খেলা চালিয়ে যাওয়াটা ভালো।”
দর্শকের জন্যই ম্যাচের ফলাফল আসা উচিত বলে জানালেন লেম্যান, “খেলাটা দর্শকের জন্যই। তাদের জন্যই ম্যাচের ফলাফল আসা উচিত। আমি আইসিসির কমিটিতে আছি, আমরাও এটাই চাই। তবে কাজটা কঠিন। আম্পায়ার এবং গ্রাউন্ডসম্যানরা নিজেদের সাধ্যমতো চেষ্টা করেন। ইংল্যান্ডের আবহাওয়া এরকমই থাকে এই মৌসুমে। যদি হালকা বৃষ্টি হয় তাহলেও খেলা চালিয়ে যাওয়া উচিত। দর্শক এটাই দেখতে চায়।”