• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    তামিমদের 'পাখির চোখ' করছেন বোল্ট

    তামিমদের 'পাখির চোখ' করছেন বোল্ট    

    চ্যাম্পিয়নস ট্রফি মানেই রানবন্যা, শ্রীলঙ্কাও কাল যেমন জিতে গেল রেকর্ড রান তাড়া করে। আর শুরুটা ভালো হলে রানের পাহাড়ে ওঠার সম্ভাবনা আরও বেড়ে যায়। ইংল্যান্ডের সঙ্গে যেটি করতে পেরেছিল বাংলাদেশ। আরেকটু নির্দিষ্ট করে বললে দুই ম্যাচেই তা করেছেন তামিম ইকবাল। ট্রেন্ট বোল্ট এবার তাই পাখির চোখ করছেন বাংলাদেশ টপ অর্ডারকে। 


    বাংলাদেশের সঙ্গে ঠিক আগের ম্যাচটাই নিউজিল্যান্ড হেরেছে। তবে সেই স্মৃতি নেই বোল্টের, ওই ম্যাচে যে ছিলেন না। এবার অবশ্য প্রথমেই বল করে তামিমদের একটা ধাক্কা দিতে চান, 'আমরা সবাই জানি শুরুতে উইকেট নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। খেলা গড়ার ক্ষেত্রে তখন আপনি চাপে পড়ে যাবেন। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এটাই। ওদের টপ অর্ডার এখন খুব ভালো খেলছে। আমরা যদি শুরুতেই ধাক্কা দিতে পারি, তাহলে ওদেরকে কম রানের বেঁধে রাখা সম্ভব।'


    এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান তামিমেরই। স্বাভাবিকভাবেই তাঁর উইকেটের দিকে আলাদা চোখ থাকবে বোল্টের। তবে কিউই পেসার কাউকে আলাদা করতে চাইছেন না, 'ওদের তামিম এখন খুব ভালো খেলছে। তবে আমি কাউকে আলাদা করে দেখতে চাই না। অদের দলটা খুব ভালো। অদের সঙ্গে বেশ কয়েক বারই খেলেছি। এ বছরেই তো নিউজিল্যান্ডে ওদের সঙ্গে খেললাম।'
    সেই স্মৃতি অবশ্য বোল্টকে বাড়তি প্রেরণা দেবে, নিউজিল্যান্ড সফরে যে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। বোল্ট চাইবেন, সেটিরই পুনরাবৃত্তি হোক।