• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    এবার বাংলাদেশ বন্দনায়-মুখর বয়কটও

    এবার বাংলাদেশ বন্দনায়-মুখর বয়কটও    

    একটা সময় বাংলাদেশের সামর্থ্য নিয়ে সংশয় জানিয়েছিলেন অনেকেই। জিওফ বয়কটের নামটা থাকবে তাঁদের শুরুর দিকেই। দুই বছর আগে ভারতকে দেশের মাটতে হারানোর পর বলেছিলেন, বাংলাদেশের দেশের বাইরে বড়দের নিয়মিত হারাতে হবে। এরপর বাংলাদেশ শ্রীলঙ্কায় গিয়ে টেস্ট জিতেছে, এবার পকেট থেকে বের হয়ে যাওয়া ম্যাচে হারাল নিউজিল্যান্ডকে। বয়কটের এবার কোনো সংশয় নেই, সাকিব আর মাহমুদউল্লাহর উচ্ছ্বসিত প্রশংসাই করেছিলেন।

     

    ৩৩ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর ক্রিকেট বিশ্লেষকের খুব কমই দেখেছিলেন বাংলাদেশের জয়। মাহমুদউল্লাহ-সাকিবের ওই অবিশ্বাস্য জুটির পর সবাই প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশকে। মাইকেল ভন বলেছেন, ‘ওয়ানডেতে এর চেয়ে ভালো জুটি দেখেছেন বলে মনে করতে পারছেন না।’ এই ভনকেই আবার খোঁচা মেরেছেন ড্যারেন স্যামি, ‘কী রান তাড়াটাই না করল বাংলাদেশ! ভনের মুখে তো পচা ডিম পড়ল!

    টুইট করেছেন কুমার সাঙ্গাকারাও, ‘অসাধারণ বাংলাদেশ, সাকিব ও মাহমুদউল্লাহ দারুণ করেছে। দুর্দান্ত ফাইটিং স্পিরিট।’ শহীদ আফ্রিদিও টুইট করে প্রশংসায় ভাসিয়েছেন, ‘দুর্দান্ত ফেরা বাংলাদেশের, সাকিব আর মাহমুদউল্লাহর জুটিও। চ্যাম্পিয়নস ট্রফি এখন জমজমাট।’ ইয়ান বিশপ মাঠেই ছিলেন, সেকারণেই তাঁর অনুভূতি আরও টাটকা, ‘৩৩ রানে ৪ উইকেট পড়ার পর এমন ঘুরে দাঁড়ানো আসলেই বিস্ময়কর। পর পর তিন ম্যাচে তিন ফেবারিট হারল। চ্যাম্পিয়নস ট্রফি জমে গেছে!

     তবে জয়ের সুখস্মৃতি মাখতে মাখতেই টুইটটা করেছেন বাংলাদেশের চন্ডিকা হাথুরুসিংহে, ‘কাল যাই হোক, এই জয় ছেলেদের সামনে এগিয়ে চলার জন্য দারুণ প্রেরণা দেবে। সাকিব ও রিয়াদ- ইউ বিউটি!