অস্ট্রেলিয়াকেও শুভকামনা জানাচ্ছেন মাশরাফি
সমীকরণটা এখন এমন, অস্ট্রেলিয়ার অমঙ্গল কামনা করতেই হচ্ছে বাংলাদেশের। ইংল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়া হারলে বা ম্যাচ টাই বা পরিত্যক্ত হলেই যে বাংলাদেশ চলে যাবে চ্যাম্পিয়নন্স ট্রফির সেমিফাইনালে। তবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচে কে জিতবে, তা নিয়ে মাথা ঘামাতে চাইছেন না মাশরাফি বিন মুর্তজা। দুই দলকেই জানিয়েছেন শুভকামনা। বরং নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারার তৃপ্তিটাই বেশি ছুঁয়ে যাচ্ছে বাংলাদেশ অধিনায়ককে।
নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের জয়টাই নিশ্চিত করে দিয়েছে, কাল এজবাস্টনে না থেকেও থাকবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পরাজয়টাই কামনা করবে। তবে মনে মনে যা-ই থাকুক, মুখে মাশরাফি একজন পরিণত অধিনায়কের মতোই শুভকামনা জানালেন দুই দলকে, 'এই ব্যাপারটা তো এখন আমাদের হাতে নেই। যদি সবকিছু আমাদের পক্ষে যায় তাহলে তো খুব ভালো হবে। কিন্তু আমি অস্ট্রেলিয়ার কোনোভাবেই অমঙ্গল কামনা করতে পারি না। আমি চাই, যোগ্য দলটাই কাল জিতুক। দুই দলের জন্যই আমার শুভকামনা রইল। আমরা যেটা দরকার, সেটা আমরা করেছি। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'
কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালে যাওয়াটা কি বাংলাদেশের প্রাপ্য? মাশরাফি ব্যাপারটা অন্যরকম ভাবে দেখছেন, 'একটা ম্যাচ জিতলেই আমরা বলতে পারি না সেমিফাইনালে যাওয়াটা আমাদের প্রাপ্য। এটা নিয়ে আমি আসলে মাথা ঘামাতে চাই না। আমরা সবাইকে নিজেদের সামর্থ্য দেখাতে পেরেছি, এটাই আসল কথা।'
এই জয়ের একটা অন্য দিকও দেখতে পারছেন বাংলাদেশ অধিনায়ক, 'আমার মনে হয় এই ম্যাচটার পর আমরা জানি, আমাদের যে কোনো পরিস্থিতি থেকে জেতা ক্ষমতা আছে। এক সময় আমরা শুধু দেশে জিততাম, এখন দেশের বাইরেও জেতা শুরু করেছি। এখন ৫০-৫০ ম্যাচগুলো কীভাবে নিজেদের পক্ষে আনতে হয়, আমরা সেটা জানি। আমাদের আত্মবিশ্বাস এই জয়টা অনেক অনেক বেশি বাড়িয়ে দেবে।'