'মোসাদ্দেককে আনব আগেই ভেবে রেখেছিলাম'
৩৩ রানে ৪ উইকেট পড়ার পর পরাজয় যখন প্রায় অবধারিত, তখনই ঘুরে দাঁড়ালেন সাকিব-মাহমুদউল্লাহ। তবে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর শুরু আরও আগে। মোসাদ্দেককে এনেই যে ৩০০ রানের দিকে এগুতে থাকা কিউই ব্যাটিংকে চমকে দিয়েছিলেন মাশরাফি। হুট করেই মোসাদ্দেককে আনার কারণও এবার ব্যাখ্যা করলেন বাংলাদেশ অধিনায়ক।
৪০ ওভারের পর ৪ উইকেট হারিয়ে ফেলেছিল নিউজিল্যান্ড, ৩০০ মনে হচ্ছিল সময়ের ব্যাপার। ৪২তম ওভারে মোসাদ্দেককে আনলেন মাশরাফি, নিজের দ্বিতীয় ওভারেই মোসাদ্দেক কিউইদের দিলেন জোড়া ধাক্কা! প্রথমে ব্রুম, জায়গা বানিয়ে স্লগ করতে গিয়েছিলেন। ‘এজ’ তাকে নিয়ে গেল ব্যাকওয়ার্ড পয়েন্টে, তামিম ঠান্ডা মাথায় নিলেন ক্যাচ। অ্যান্ডারসন এলেন, সামনের পা সরিয়ে খেলতে গেলেন ভেতরের দিকে ঢোকা বলটা। লাগলো শুধু প্যাডে, চলেই যাচ্ছিলেন এলবিডাব্লিউ হয়ে। নিশাম রিভিউ নিতে বাধ্য করালেন, সফল হলো না তা। অ্যান্ডারসন পেলেন গোল্ডেন ডাক। পরে মোসাদ্দেককে ডাউন দ্য উইকেটে এসে স্টাম্পড হয়ে গেলেন জিমি নিশম, বলতে গেলে একাই কিউই মিডল অর্ডার ধসিয়ে দিয়েছেন মোসাদ্দেক।
মাশরাফি জানালেন, অনুশীলন দেখেই ঠিক করে রেখেছিলেন মোসাদ্দেককে আজ বোলিং করাবেন। কিন্তু সেটার জন্য এতক্ষণ কেন অপেক্ষা করলেন? বাংলাদেশ অধিনায়কের ব্যাখ্যা, 'আমি অপেক্ষা করছিলাম ওদের বাঁহাতিরা কখন ক্রিজে আসবে সেটার জন্য। আর তার আগে অফ স্পিনার আনার সুযোগই পাইনি। বাতাসের পক্ষে ওকে দেওয়াটা কঠিন হতো। তবে মোসাদ্দেককে আনব, সেটা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম।'
ক্রিকেটীয় কারণটা মাশরাফি ব্যাখ্যা করলেন, তারপরও এমন সিদ্ধান্ত নিতে তো কিছুটা বাড়তি সাহসও লাগে। মাশরাফির সেই সাহসের প্রতিদান দিয়েছেন মোসাদ্দেক ক্যারিয়ার সেরা বল করে। বাংলাদেশকে প্রথমবারের মতো জয়ের স্বপ্নটা দেখিয়েছেন এই তরুণ অলরাউন্ডারই!